বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের চলমান সংকট নিরসন করতে চাইলে সরকারকে অবশ্যই সবার অংশগ্রহণে অর্থবহ নির্বাচন দিতে হবে। অন্যথায় দেশ আরও ভয়াবহ অবস্থার দিকে যাবে। মারাÍক সংকট তৈরি হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। মানুষ পরিবর্তন চায়, তারা উন্নয়ন চায়, শান্তিতে থাকতে চায়। কিন্তু সরকার জনগণকে এগুলো দিতে পারছে না। এ জন্য জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ তৈরি করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করা না গেলে দেশ আরও সংকটের দিকে যাবে। এ সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়। এ জন্য জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তাদের দুর্নীতি আর লুটপাটে দেশ অচল হয়ে পড়েছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি প্রকৌশলীসহ সব পেশাজীবীর প্রতি নিজ নিজ অবস্থানে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন বলেন, ৫ জানুয়ারির নির্বাচন শুধু জনগণ নয়, বিদেশিরা কেউ মেনে নেননি। তারা বলছেন, সিটি নির্বাচনেও কোনো নির্বাচন হয়নি। এতেও জনগণ ভোট দিতে পারেনি। এসব নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। গণতন্ত্র ভূলুণ্ঠিত করা হয়েছে। বেগম জিয়া বলেন, নির্বাহী বিভাগের হস্তক্ষেপে বিচার বিভাগ আগের চেয়েও ‘নিয়ন্ত্রিত’। দেশে আজ সরকারি দলের লোকদের জন্য এক ধরনের নিয়ম, আর বিরোধী দলের নেতা-কর্মীদের জন্যে আরেক রকমের নিয়ম। সরকারের লোকেরা গাড়ি পোড়ানো, মানুষের বাড়ি পোড়ানো, দখল, লুটপাট, গুম, খুন, সন্ত্রাসসহ যত অপরাধই করুক না কেন, তাদের কোনো বিচার হয় না। আর বিরোধী দলের কর্মীরা কিছু না করলেও তাদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার-হয়রানি করা হয়। অথচ বিএনপি গাড়ি পোড়ানোর রাজনীতিতে বিশ্বাস করে না। অ্যাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আ ন হ আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বেগম সেলিমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শিরোনাম
- মানিকগঞ্জে অবশেষে ধরা পড়লো বিশাল সেই কুমির
- আইসিসিবিতে চলছে ইলেকট্রিক গাড়ি-বাইক ও মেডিকেল প্রযুক্তির প্রদর্শনী
- শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ
- ডায়াবেটিস-হৃদ্রোগীদের জন্য দুঃসংবাদ, বন্ধ হতে পারে মার্কিন ভিসা
- ক্লিনিক্যাল বর্জ্যে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রংপুর নগরবাসী
- বৈষম্যবিরোধী আইন প্রবর্তনে দলগুলোকে অঙ্গীকারের আহ্বান দেবপ্রিয়র
- চার লাখ যথেষ্ট নয়, শামির কাছে ভরণপোষণ বাবদ ১০ লাখ দাবি হাসিনের
- অস্ট্রেলিয়ার কাছে বড় হারে সেমির স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা : গণশিক্ষা উপদেষ্টা
- গোপালগঞ্জে প্রণোদনার বীজ-সার পেল ২৮২০ কৃষক
- লেবাননে হাসপাতালের কাছে ড্রোন হামলা চালাল ইসরায়েল
- ঢাকার আকাশ সন্ধ্যা পর্যন্ত মেঘলা থাকতে পারে
- বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন মাদকবিরোধী অভিযানের সমালোচনায় ম্যাঁখাে
- বগুড়ায় জমজমাট নির্বাচনি প্রচারণা
- ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, শত্রুর প্রতি সতর্কবার্তা
- মাত্র দুই দিনেই ম্লান হলো ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতা!
- সরাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি
নির্বাচন না দিলে দেশ ভয়াবহ অবস্থার দিকে যাবে : খালেদা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর