বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের চলমান সংকট নিরসন করতে চাইলে সরকারকে অবশ্যই সবার অংশগ্রহণে অর্থবহ নির্বাচন দিতে হবে। অন্যথায় দেশ আরও ভয়াবহ অবস্থার দিকে যাবে। মারাÍক সংকট তৈরি হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। মানুষ পরিবর্তন চায়, তারা উন্নয়ন চায়, শান্তিতে থাকতে চায়। কিন্তু সরকার জনগণকে এগুলো দিতে পারছে না। এ জন্য জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ তৈরি করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করা না গেলে দেশ আরও সংকটের দিকে যাবে। এ সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়। এ জন্য জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তাদের দুর্নীতি আর লুটপাটে দেশ অচল হয়ে পড়েছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি প্রকৌশলীসহ সব পেশাজীবীর প্রতি নিজ নিজ অবস্থানে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন বলেন, ৫ জানুয়ারির নির্বাচন শুধু জনগণ নয়, বিদেশিরা কেউ মেনে নেননি। তারা বলছেন, সিটি নির্বাচনেও কোনো নির্বাচন হয়নি। এতেও জনগণ ভোট দিতে পারেনি। এসব নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। গণতন্ত্র ভূলুণ্ঠিত করা হয়েছে। বেগম জিয়া বলেন, নির্বাহী বিভাগের হস্তক্ষেপে বিচার বিভাগ আগের চেয়েও ‘নিয়ন্ত্রিত’। দেশে আজ সরকারি দলের লোকদের জন্য এক ধরনের নিয়ম, আর বিরোধী দলের নেতা-কর্মীদের জন্যে আরেক রকমের নিয়ম। সরকারের লোকেরা গাড়ি পোড়ানো, মানুষের বাড়ি পোড়ানো, দখল, লুটপাট, গুম, খুন, সন্ত্রাসসহ যত অপরাধই করুক না কেন, তাদের কোনো বিচার হয় না। আর বিরোধী দলের কর্মীরা কিছু না করলেও তাদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার-হয়রানি করা হয়। অথচ বিএনপি গাড়ি পোড়ানোর রাজনীতিতে বিশ্বাস করে না। অ্যাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আ ন হ আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বেগম সেলিমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
নির্বাচন না দিলে দেশ ভয়াবহ অবস্থার দিকে যাবে : খালেদা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর