বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের চলমান সংকট নিরসন করতে চাইলে সরকারকে অবশ্যই সবার অংশগ্রহণে অর্থবহ নির্বাচন দিতে হবে। অন্যথায় দেশ আরও ভয়াবহ অবস্থার দিকে যাবে। মারাÍক সংকট তৈরি হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। মানুষ পরিবর্তন চায়, তারা উন্নয়ন চায়, শান্তিতে থাকতে চায়। কিন্তু সরকার জনগণকে এগুলো দিতে পারছে না। এ জন্য জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ তৈরি করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করা না গেলে দেশ আরও সংকটের দিকে যাবে। এ সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়। এ জন্য জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তাদের দুর্নীতি আর লুটপাটে দেশ অচল হয়ে পড়েছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি প্রকৌশলীসহ সব পেশাজীবীর প্রতি নিজ নিজ অবস্থানে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন বলেন, ৫ জানুয়ারির নির্বাচন শুধু জনগণ নয়, বিদেশিরা কেউ মেনে নেননি। তারা বলছেন, সিটি নির্বাচনেও কোনো নির্বাচন হয়নি। এতেও জনগণ ভোট দিতে পারেনি। এসব নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। গণতন্ত্র ভূলুণ্ঠিত করা হয়েছে। বেগম জিয়া বলেন, নির্বাহী বিভাগের হস্তক্ষেপে বিচার বিভাগ আগের চেয়েও ‘নিয়ন্ত্রিত’। দেশে আজ সরকারি দলের লোকদের জন্য এক ধরনের নিয়ম, আর বিরোধী দলের নেতা-কর্মীদের জন্যে আরেক রকমের নিয়ম। সরকারের লোকেরা গাড়ি পোড়ানো, মানুষের বাড়ি পোড়ানো, দখল, লুটপাট, গুম, খুন, সন্ত্রাসসহ যত অপরাধই করুক না কেন, তাদের কোনো বিচার হয় না। আর বিরোধী দলের কর্মীরা কিছু না করলেও তাদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার-হয়রানি করা হয়। অথচ বিএনপি গাড়ি পোড়ানোর রাজনীতিতে বিশ্বাস করে না। অ্যাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আ ন হ আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বেগম সেলিমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শিরোনাম
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
নির্বাচন না দিলে দেশ ভয়াবহ অবস্থার দিকে যাবে : খালেদা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর