সারা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৭ ভাগের প্রতিনিধিত্বকারী যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্যের ইচ্ছার ওপর নির্ভর করতে হচ্ছে বিশ্বের ৯৩ ভাগ জনগোষ্ঠীকে। এ অবস্থায় জাতিসংঘ মহাসচিব নির্বাচনের (?) ৬৯ বছর ধরে চলে আসা প্রক্রিয়ার বিরুদ্ধে ৪৪ দেশের জোট গড়ে তোলা হয়েছে। পাঁচ দেশের দাদাগিরির বিরুদ্ধে গড়ে ওঠা এ জোটে বাংলাদেশও রয়েছে। খবর এনআরবি নিউজ।
আগামী বছরের ডিসেম্বরে বর্তমান মহাসচিব বান-কি মুনের মেয়াদ শেষ হওয়ার পর নতুন মহাসচিব নির্বাচন নিয়েও ৪৪ দেশের জোট ব্যাপক আলোচনা-পর্যালোচনা শুরু করেছে। এই জোটের সবাই নতুন মহাসচিব হিসেবে একজন নারীকে দেখতে চাইছেন। এ নিয়ে গত ২২ আগস্ট নিউইয়র্ক টাইমসে বিশেষ একটি প্রতিবেদন ছাড়াও সম্পাদকীয় প্রকাশিত হয়েছে। এতে নানা প্রতিক্রিয়ার বর্ণনা দিয়ে উল্লেখ করা হয়েছে, সবারই প্রত্যাশা, নারীর ক্ষমতায়নের স্লোগানের পরিপূরক জাতিসংঘের পরবর্তী মহাসচিব যেন একজন মহিলাকেই করা হয়। কারণ এ যাবৎকালের ৮ জন মহাসচিবের সবাই ছিলেন পুরুষ।
মহাসচিব পদে নারী নির্বাচিত করার জন্য কলম্বিয়ার স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মারিয়া ইমা মেজিয়ার নেতৃত্বে ৪৪ দেশের জোটে বাংলাদেশ সরব অবস্থানে রয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন ২২ আগস্ট রাতে বলেন, আলোর নিচে অন্ধকারের মতো। জাতিসংঘ সারা বিশ্বের গণতন্ত্র নিয়ে সরব। অথচ এই জাতিসংঘের মহাসচিব নির্বাচনের নামে গত ৬৯ বছর থেকেই প্রহসন চলে আসছে। সেটি আর চলতে দেওয়া যায় না বলেই মহাসচিব নির্বাচনের নামে পাঁচ রাষ্ট্রের দাদাগিরি বন্ধের জন্য আমরা গত ৫-৬ বছর যাবৎ বিভিন্ন ফোরামে বক্তব্য রেখেছি। রাষ্ট্রদূত মোমেন আরও বলেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা রয়েছে জাতিসংঘে। সে আলোকে কলম্বিয়ার রাষ্ট্রদূতের নেতৃত্বে আমরাও সোচ্চার রয়েছি সত্যিকারের গণতান্ত্রিক প্রক্রিয়ায় মহাসচিব নির্বাচনের জন্য। ইতিমধ্যে বিশ্ববরেণ্য কয়েকজন নারীর নামও প্রকাশিত হয়েছে মহাসচিব হিসেবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং নারীর উন্নয়নে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নামও সে তালিকায় আসতে পারে। এটিও সময়ের দাবি।
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
জাতিসংঘে দাদাগিরি খর্বে ৪৪ দেশের সঙ্গে বাংলাদেশও
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর