রাজধানীর ভাটারা থানায় করা গারো তরুণীকে ধর্ষণ মামলায় দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে র্যাব। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর এএসপি আজমিলা নাসরিন চৌধুরী ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন আশরাফ খান ওরফে তুষার ও জাহিদুল ইসলাম ওরফে লাভলু। অভিযোগপত্রে সাক্ষী করা হয়েছে ১১ জনকে। অভিযোগপত্র সূত্রে জানা গেছে, চাকরির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে আদিবাসী গারো তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করেন আসামি তুষার ও লাভলু। ধর্ষণের ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। এ কারণে ১৭ মে তুষার দুই আফ্রিকান ক্রেতাসহ যমুনা ফিউচার পার্কে টেক্সমার্ট ফ্যাশন হাউসে যান। সেখানে ওই তরুণী কাজ করেন। তুষারের সঙ্গে ওই তরুণীর কথা হয়। একপর্যায়ে তুষার তাকে চাকরির প্রলোভন দেখান। এভাবে তিন দিন ওই তরুণীর সঙ্গে কথা হয়। ঘটনার দিন বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে তুষার ওই তরুণীকে ফোন করেন। তখন কাজ শেষ হওয়ায় তরুণী বেরিয়ে আসেন। পরে সড়কে মাইক্রোবাসের সামনে দাঁড়িয়ে তুষার ও লাভলু ওই তরুণীর সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তুষার ওই তরুণীর গন্তব্য জানতে চান। তরুণী উত্তরা যাবেন বলে জানান। তুষার গাড়িতে করে পৌঁছে দেওয়ার কথা বললে তরুণী রাজি হননি। পরে জোর করে গাড়িতে তুলে তরুণীকে ধর্ষণ করা হয়।
রাত পৌনে ১১টার দিকে উত্তরার জসীমউদ্দীন সড়কে তাকে নামিয়ে দিয়ে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান আসামিরা। পরদিন ওই তরুণী রাজধানীর ভাটারা থানায় মামলা করেন। এরপর গত ২৬ মে দিনগত রাতে তুষারকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে এবং চালক লাভলুকে রাজধানীর গুলশান-১ নম্বর থেকে আটক করে পুলিশে হস্তান্তর করে র্যাব। পরে ২৮ মে আদালতের নির্দেশে তুষার ও লাভলুকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
শিরোনাম
- বিদেশি ঋণ ছাড়ালো ১১২ বিলিয়ন ডলার
- ড্রোন পরীক্ষা তদারকিতে এআই তৈরির নির্দেশ কিম জং উনের
- ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
- রাশফোর্ডের জোড়া গোলে উড়ন্ত শুরু বার্সেলোনার
- ৪৭তম বিসিএস প্রিলিমিনারি আজ
- পশ্চিম তীর-জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলায় ২ ইসরায়েলি নিহত
- গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, এ নিয়ে ৬ বার
- রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- রাশিয়া থেকে এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত পেল ইউক্রেন
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
মাইক্রোবাসে গারো তরুণী ধর্ষণে দুজনের বিরুদ্ধে চার্জশিট
আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর