রাজধানীর ভাটারা থানায় করা গারো তরুণীকে ধর্ষণ মামলায় দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে র্যাব। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর এএসপি আজমিলা নাসরিন চৌধুরী ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন আশরাফ খান ওরফে তুষার ও জাহিদুল ইসলাম ওরফে লাভলু। অভিযোগপত্রে সাক্ষী করা হয়েছে ১১ জনকে। অভিযোগপত্র সূত্রে জানা গেছে, চাকরির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে আদিবাসী গারো তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করেন আসামি তুষার ও লাভলু। ধর্ষণের ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। এ কারণে ১৭ মে তুষার দুই আফ্রিকান ক্রেতাসহ যমুনা ফিউচার পার্কে টেক্সমার্ট ফ্যাশন হাউসে যান। সেখানে ওই তরুণী কাজ করেন। তুষারের সঙ্গে ওই তরুণীর কথা হয়। একপর্যায়ে তুষার তাকে চাকরির প্রলোভন দেখান। এভাবে তিন দিন ওই তরুণীর সঙ্গে কথা হয়। ঘটনার দিন বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে তুষার ওই তরুণীকে ফোন করেন। তখন কাজ শেষ হওয়ায় তরুণী বেরিয়ে আসেন। পরে সড়কে মাইক্রোবাসের সামনে দাঁড়িয়ে তুষার ও লাভলু ওই তরুণীর সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তুষার ওই তরুণীর গন্তব্য জানতে চান। তরুণী উত্তরা যাবেন বলে জানান। তুষার গাড়িতে করে পৌঁছে দেওয়ার কথা বললে তরুণী রাজি হননি। পরে জোর করে গাড়িতে তুলে তরুণীকে ধর্ষণ করা হয়।
রাত পৌনে ১১টার দিকে উত্তরার জসীমউদ্দীন সড়কে তাকে নামিয়ে দিয়ে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান আসামিরা। পরদিন ওই তরুণী রাজধানীর ভাটারা থানায় মামলা করেন। এরপর গত ২৬ মে দিনগত রাতে তুষারকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে এবং চালক লাভলুকে রাজধানীর গুলশান-১ নম্বর থেকে আটক করে পুলিশে হস্তান্তর করে র্যাব। পরে ২৮ মে আদালতের নির্দেশে তুষার ও লাভলুকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
মাইক্রোবাসে গারো তরুণী ধর্ষণে দুজনের বিরুদ্ধে চার্জশিট
আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর