মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের ওপরে ২ নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে। শুনানির তারিখ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। ওই দিন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং সাকা চৌধুরী ও মুজাহিদের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন। পরে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, চেম্বার আদালত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দুটি আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন। আগামী ২ নভম্বর শুনানির জন্য কার্যতালিকায় আসবে। তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী আটজনের সাফাই সাক্ষ্য নেওয়ার যে আবেদন করেছেন, সেই আবেদনও রিভিউয়ের সঙ্গে আদালতে যাবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, দুটি রিভিউ আবেদনের শুনানির জন্য ২ নভেম্বর দিন ধার্য হয়েছে। তবে আমরা মুজাহিদের রিভিউ আবেদনটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন করেছি। অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলার বিচারের সময় সাকা চৌধুরীর পক্ষে সব তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে। আর এগুলো যাচাই-বাছাই করে ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগ বিচার করেছেন। তবে এখন সাকার পক্ষে আটজন সাক্ষীর যে আবেদন করা হয়েছে, সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন কী করবেন। ১৪ অক্টোবর সাকা চৌধুরী ও মুজাহিদ মৃত্যুদণ্ড রিভিউ চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। পরদিন দ্রুত রিভিউ শুনানির তারিখ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। এর আগে ৩০ সেপ্টম্বর সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন আদালত।
শিরোনাম
- এপ্রিলে সড়কে ৫৯৩ দুর্ঘটনায় নিহত ৫৮৮ : রোড সেফটি ফাউন্ডেশন
- উলিপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ এখনও উদ্ধার হয়নি
- ভারতে এবার বাংলাদেশি প্রবাসী সাংবাদিকদের ইউটিউব চ্যানেল বন্ধ
- আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল চায় এনসিপি
- যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক বিজয়’ বললেন পাক প্রধানমন্ত্রী
- মাদককাণ্ডে কারাদণ্ডের পরিবর্তে ম্যাকগিলকে অন্যরকম শাস্তি
- গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২
- গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সিনেমা জগতের কাউকে বিয়ে করতে চাননি মাধুরীর স্বামী
- ঢাকাসহ ৮ জেলায় তীব্র তাপপ্রবাহের আভাস
- আওয়ামী লীগের কার্যক্রম কেবল নিষিদ্ধ করে থেমে গেলে চলবে না : ইশরাক
- কোহলিকে অবসর না নিতে অনুরোধ লারার
- সূচকের বড় উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
- ভাঙ্গায় রাতের আঁধারে ৩ জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
- আমরা কোনও প্রতিকূল আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করি না : প্রেস সচিব
- ১০০ কোটির ঘরে ‘রেইড ২’
- বিক্রিতে বড় ধাক্কা অ্যাপল ওয়াচে
- হোয়াটসঅ্যাপে এআই ফিচার, গ্রুপ চ্যাটের সারমর্ম জানাবে এক ক্লিকে
- চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেফতার
- ৩.২ সেকেন্ডেই ১০০ কিমি! নেইমারের নতুন পোরশে ঘিরে হইচই
সাকা-মুজাহিদের রিভিউ শুনানি ২ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প : রিপোর্ট
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’, ভারতের ২৬ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম