বুধবার, ২১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সাকা-মুজাহিদের রিভিউ শুনানি ২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের ওপরে ২ নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে। শুনানির তারিখ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। ওই দিন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং সাকা চৌধুরী ও মুজাহিদের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন। পরে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, চেম্বার আদালত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দুটি আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন। আগামী ২ নভম্বর শুনানির জন্য কার্যতালিকায় আসবে। তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী আটজনের সাফাই সাক্ষ্য নেওয়ার যে আবেদন করেছেন, সেই আবেদনও রিভিউয়ের সঙ্গে আদালতে যাবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, দুটি রিভিউ আবেদনের শুনানির জন্য ২ নভেম্বর দিন ধার্য হয়েছে। তবে আমরা মুজাহিদের রিভিউ আবেদনটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন করেছি। অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলার বিচারের সময় সাকা চৌধুরীর পক্ষে সব তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে। আর এগুলো যাচাই-বাছাই করে ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগ বিচার করেছেন। তবে এখন সাকার পক্ষে আটজন সাক্ষীর যে আবেদন করা হয়েছে, সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন কী করবেন। ১৪ অক্টোবর সাকা চৌধুরী ও মুজাহিদ মৃত্যুদণ্ড রিভিউ চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। পরদিন দ্রুত রিভিউ শুনানির তারিখ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। এর আগে ৩০ সেপ্টম্বর সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন আদালত।

সর্বশেষ খবর