শিরোনাম
বুধবার, ২১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

নিকৃষ্ট বিমানবন্দরের তালিকায় শাহজালাল

প্রতিদিন ডেস্ক

এশিয়ার নিকৃষ্ট এয়ারপোর্টগুলোর তালিকায় নবম অবস্থানে রয়েছে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর। স্লিপিং ইন এয়ারপোর্ট নামের একটি অনলাইন সংস্থার পক্ষ থেকে প্রতি বছরের মতো ২০১৫ সালে বিশ্বজুড়ে সবচেয়ে ভালো এবং নিকৃষ্ট এয়ারপোর্টগুলোর তালিকায় এ তথ্য তুলে ধরা হয়েছে। ঢাকার এ বিমানবন্দর গত বছরও একই অবস্থানে ছিল। এশিয়ার নিকৃষ্ট ১০ এয়ারপোর্টের তালিকায় এক নম্বরে রয়েছে নেপালের কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরপরের অবস্থানগুলোয় যথাক্রমে রয়েছে উজবেকিস্তানের তাশখন্দ এয়ারপোর্ট (দ্বিতীয়), আফগানিস্তানের কাবুলের হামিদ কারজাই এয়ারপোর্ট (তৃতীয়), ভিয়েতনামের হো চি মিন সিটি এয়ারপোর্ট (চতুর্থ), পাকিস্তানের ইসলামাবাদের বেনজির ভুট্টো এয়ারপোর্ট (পঞ্চম)। , চীনের গুয়াংজু এয়ারপোট (ষষ্ঠ), ভারতের চেন্নাই এয়ারপোর্ট (সপ্তম), ফিলিপাইনের ম্যানিলা নিনোয় এয়ারপোর্ট (অষ্টম), বাংলাদেশের ঢাকার হযরত শাহজালাল (রহ.) এয়ারপোর্ট (নবম), শ্রীলঙ্কার কলম্বোর বন্দরনায়েক এয়ারপোর্ট (দশম)।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পর্কে উল্লেখ করা অনুচ্ছেদে এক যাত্রীর বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, ইমিগ্রেশনের জন্য নেমে দেখলাম ১০টি ডেস্কে মাত্র একজন কর্মকর্তা আছেন। তিনিও নাক ডেকে ঘুমাচ্ছেন। বলা হয়, গত পাঁচ বছরে এ বিমানবন্দরের অনেক কাজ হলেও এখনো ভাঙা ট্রলি দেখা যায় যেখানে সেখানে।

সর্বশেষ খবর