মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

শেষ হলো বাংলাদেশ উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শেষ হলো বাংলাদেশ উৎসব

ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের দলীয় নাচ, একক নাচ, দলীয় সংগীত, একক সংগীত ও জেলা পরিচিতির গানের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমিতে গতকাল শেষ হয়েছে ১৬ দিনব্যাপী ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ২০১৬’।

সমাপনী দিনে এ চার জেলার শিল্পীরা সংস্কৃতির নান্দনিকতায় প্রায় পাঁচ ঘণ্টা মুগ্ধ রাখেন উন্মুক্ত প্রাঙ্গণের নন্দনমঞ্চে আগত সংস্কৃতি অনুরাগীদের। ১৬ দিনের এ আয়োজনে দেশের ৬৪ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা তাদের নিজ নিজ পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করেন। গতকাল উৎসবের সমাপনী আয়োজনেও ছিল দর্শক-শ্রোতার উপচে পড়া ভিড়। ঢাকা শিল্পকলা একাডেমির শামীম আরা নীপা ও শিবলী মহম্মদের তারানা নৃত্যের মধ্য দিয়ে শুরু হয়ে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আঞ্চলিক গান ‘ও ভাই আঁরা চাটগাঁইয়া নওজোয়ান’ গানের মধ্য দিয়ে শেষ হয় সমাপনী আয়োজন। প্রধান অতিথি থেকে এ উৎসবের সমাপ্তি ঘোষণা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রসঙ্গত, ১ জানুয়ারি শুরু হয় ১৬ দিনব্যাপী এ উৎসব। এর মধ্যে ১৫ ও ১৬ জানুয়ারি বন্ধ ছিল উৎসবের কার্যক্রম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর