সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার দীর্ঘ ৯ বছর পর মামলায় অভিযুক্ত পাঁচ জেএমবি সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাঙামাটির আদালত। এ সময় এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। গতকাল রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুল হকের আদালত মামলার এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন উবায়দুর রহমান খায়ের, মো. আরিফুল ইসলাম, মো. আয়ুব আলী, আবদুল হাফিজ ও জাবেদ ইকবাল। খালাসপ্রাপ্ত আসামির নাম মো. রুহুল আমিন। রাঙামাটির কোর্ট পরিদর্শক মো. মোমিনুল ইসলাম বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে জেএমবি সংঘটিত সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। সেদিন রাঙামাটি প্রেসক্লাব, রিজার্ভ বাজার চৌমুহনী, বনরূপা এলাকায় সিরিজ বোমা হামলা চালায় জেএমবি সদস্যরা। এ ঘটনায় আটক করা হয় ছয় জেএমবি সদস্যকে। সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। এ সময় অপর একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন। সকালে কড়া পুলিশি নিরাপত্তায় জেএমবির অভিযুক্ত ছয় সদস্যকে রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। পরে শুরু হয় শুনানি। ঘণ্টাব্যাপী শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন। পরে আবারও কড়া নিরাপত্তায় আসামিদের জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।