শনিবার, ২১ মে, ২০১৬ ০০:০০ টা

প্রধানমন্ত্রী আজ ফিরছেন

নিজস্ব প্রতিবেদক

বুলগেরিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে ‘গ্লোবাল উইমেন লিডারস ফোরামে’ প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোরামে তিনি বিশ্বে নারীর জন্য নিরাপদ আবাস গড়ে তুলতে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। প্রধানমন্ত্রীর বক্তৃতা বিশ্ব নারী নেতৃত্বের মাঝে ব্যাপক প্রশংসিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার নারী নেতারা উইমেন লিডারস ফোরামে অংশ নেন। ইউনেস্কো মহাসচিব ইরিন বোকোভার দেওয়া নৈশভোজে অংশ নেন তিনি। গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ। বৈঠকে বুলগেরিয়ার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সংস্কৃতির উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ ছাড়া চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সকাল সাড়ে ৬টায় শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৫ মে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় যাওয়ার আগে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিন দিনের যাত্রাবিরতি করে দলীয় নেতা-কর্মী ও ছোট বোন শেখ রেহানার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর প্রথম সন্তানকে দেখেন তিনি। 

সর্বশেষ খবর