বীরগঞ্জের সুজালপুর শিতলাই গ্রামের রাসেদুন নবী বাবু, যিনি প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে সবজি বীজ চাষ করছেন। এই চাষে তিনি প্রতিমাসে লাভ করছেন কমপক্ষে ৭০ হাজার টাকা। বেসরকারি প্রতিষ্ঠানের বেতন কম ছিল বলে এই কর্মে পা বাড়ানো। আর এ কর্মই তাকে করে তুলেছে দারুণভাবে স্বাবলম্বী। রাসেদুন নবী বাবু জানান, সংসারের বাড়তি আয়ের প্রয়োজনেই তিনি চাকরি করতে ঢাকা গিয়েছিলেন। কিন্তু চাকরির বেতনে দিন চলছিল না। তখন চাকরি ছেড়ে দিয়ে গ্রামে চলে আসেন তিনি। তারপর ২০০৪ সালে বাড়ির পাশের ৪০ শতক জমিতে করলার বীজ চাষ করেন। এতে খরচ হয় ৩০ হাজার টাকা। আর করলা থেকে তৈরি বীজ বিক্রি হয় ৯০ হাজার টাকায়। লাভ থাকে ৬০ হাজার টাকা। পরে তিনি এক বিঘায় লাউ বীজ চাষ করেন। তাতে লাভ হয় প্রায় ৯০ হাজার টাকা। এখন তিনি বিভিন্ন সময় করলা, ঝিঙ্গা, লাউ, ধুন্দল, কুমড়া, বেগুন, পিয়াজ, ঢেঁড়স বীজ চাষ করছেন। প্রায় ৫ একর জমিতে এ চাষ চলছে। এজন্য প্রতিদিন দিনমজুর লাগছে ২৫ থেকে ৩০ জন। এভাবে বীজ চাষ করে বীজ তৈরির পর বিক্রি করে প্রতিমাসে সব খরচ বাদ দিয়ে লাভ হচ্ছে কমপক্ষে ৭০ হাজার টাকা। বাবু জানান, এখন ৫ একর জমিতে বিভিন্ন বীজের চাষ চলছে। এজন্য নিজের জমি ছাড়াও অন্যের জমি ভাড়া নেওয়া হয়েছে। এখানকার উৎপাদিত বীজ ‘লাল তীর’ কোম্পানির কাছে বিক্রি করা হয়। তিনি আরও জানান, ৫০ শতক জমিতে চাল কুমড়া চাষ করে খরচ হয় ৬০ হাজার টাকা। ১ হাজার ৫০০ টাকা কেজি দরে উৎপাদিত প্রায় ১০০ কেজি চাল কুমড়ার বীজ বিক্রি হয় ১ লাখ ৫০ হাজার টাকায়। বাবু বলেন, ‘একেক সময়ে একেক সবজির বীজ চাষ করে লাভবান হয়েছি। যে কেউ উদ্যমী হলেও তার মনোবল দৃঢ় থাকলেই সাফল্য অর্জন সম্ভব। তাহলে স্বাবলম্বী হতে সময় লাগবে না, চাকরির পিছনেও ছুটতে হবে না।’
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
কৃষি সংবাদ
সবজি বীজ চাষে মাসে আয় ৭০ হাজার টাকা
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর