রমজান শুরুর পর থেকেই ধানমন্ডির বাসিন্দা রুখসানা আমিনের দুই ছেলেমেয়ে ঈদের পোশাক কিনে দেওয়ার বায়না ধরেছে। কিন্তু রোজা রেখে দুপুরের তীব্র রোদে শপিং করতে যাওয়া যে কষ্টের তা ছোট ছেলেমেয়েদের বোঝানো সম্ভব নয়। অবশেষে গতকাল রুখসানা রাজধানীর পান্থপথের শীতাতপ নিয়ন্ত্রিত বসুন্ধরা সিটি শপিং মলে শুরু করেন তার পরিবারের ঈদ কেনাকাটা। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বসুন্ধরা সিটি শুরু হওয়ার পর থেকে কোথাও আর কেনাকাটা করতে যাই না। শহরের কেন্দ্রবিন্দুতে হওয়ায় যাতায়াতে সুবিধা হয়। এ ছাড়া এখানে সব ব্র্যান্ডের পোশাক পাওয়া যায়। ক্রেতাদের ভাষ্য হচ্ছে, নারী-পুরুষ শিশু-কিশোর ও তরুণ-তরুণীসহ উচ্চবিত্ত-মধ্যবিত্ত সব শ্রেণির ক্রেতার পোশাক বসুন্ধরা সিটি শপিং মলে পাওয়া যায়। আর সাধ্যের মধ্যে রুচিশীল দেশি-বিদেশি পোশাক পাওয়ায় ঈদের কেনাকাটায় ক্রেতাদের কাছে অন্যতম পছন্দের স্থান রাজধানীর বৃহৎ এই শপিং মল। আর ক্রেতার আস্থা ধরে রেখেছে বসুন্ধরা সিটি শপিং মল। ঈদ উপলক্ষে বসুন্ধরা শপিং মলের সাজসজ্জায় পরিবর্তন এসেছে। নিচতলায় এবারও ঈদ শপিংয়ের র্যাফেল ড্রর জন্য প্রাইভেটকারসহ অন্যান্য পুরস্কার প্রদর্শিত হচ্ছে। তবে ঈদের কেনাকাটাকে আরও আকর্ষণীয় করতে বসুন্ধরা সিটি শপিং মল কর্তৃপক্ষ পণ্য ক্রয়ে বিশেষ ঈদ স্ক্র্যাচ কার্ড অফার-২০১৬ এর ব্যবস্থা করেছে। এতে একজন ক্রেতা পণ্য ক্রয়ের পর যে স্ক্যাচ কার্ডটি পাবেন তা ঘষে তাত্ক্ষণিকভাবেই আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে বেশ কয়েকজন পুরস্কার জিতেছেন। এই শপিং মলের নিচতলায় মেয়েদের বিভিন্ন কসমেটিকস পণ্যের পাশাপাশি বিক্রি হচ্ছে শিশুদের পোশাক, ছেলেমেয়েদের পাশ্চাত্য ঘরানার পোশাক। আছে স্মার্টেক্স ও ইয়েলোর মতো ব্র্যান্ডের দোকানও। ইয়েলোতে ছেলেমেয়েদের জন্য পাঞ্জাবি ও সালোয়ার-কামিজের পাশাপাশি মেয়েদের টিউনিক, টপস ও ছেলেদের টি-শার্ট ও শার্ট আনা হয়েছে। গরমের জন্য পাঞ্জাবিতে সুতি কাপড়ের ব্যবহার করা হয়েছে। ফিটেড কাট পাঞ্জাবিতে হাতের এমব্রয়ডারি কাজ, প্রিন্টের কাজ করা হয়েছে। মেয়েদের কামিজে ফ্লোরাল প্রিন্টের কাপড় ব্যবহার হয়েছে। এর সঙ্গে রাখা হয়েছে ট্রাউজার ও টিস্যু দোপাট্টা। মেয়েদের আরও আছে মোগল প্রিন্টের থ্রি-পিস ও এথনিক ড্রেস। লেভেল-২-তে পাওয়া যাচ্ছে ছেলেদের পাঞ্জাবি। লুবনানে এবার সুতি, সিল্ক, সিনথেটিক ও মিক্স কাপড়ে হালকা ও ভারী উভয় কাজের পাঞ্জাবি বিক্রি হচ্ছে। স্টাইপ দেওয়া ও একরঙা কাপড়ের পাঞ্জাবিগুলোর গলায় কাজ থাকছে। দাম ১৯০০ থেকে আড়াই হাজার টাকা। লেভেল-২ ও ৩ এ মেয়েদের সালোয়ার কামিজ পাওয়া যাচ্ছে। লেভেল-২ এর রংতুলির স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, এবার ঈদে মেয়েদের ভারতীয় সালোয়ার-কামিজের মধ্যে আছে ‘বাজিরাও মাস্তানি’, ‘সারারা’, ‘প্লাজো গাউন’, ‘সিল্ক গাউন’ ইত্যাদি। ক্রেতাদের কাছে ভারতীয় চলচ্চিত্র ‘বাজিরাও মাস্তানি’-র নামের পোশাকের চাহিদা বেশি। এ পোশাকের বিশেষত্ব হলো উপরের অংশ কাতানের তৈরি। আর নিচের অংশ নেট ও মুনলাইট কাপড়ের তৈরি। দাম ১০ হাজার টাকা। লেভেল ফোরে বিক্রি হচ্ছে শাড়ি। ‘মনে রেখ শাড়ীজ’ ‘জ্যোতি’সহ বেশ কিছু শাড়ির দোকান। আলো ঝলমল দোকানে কাচের অপর প্রান্তেই শোভা পাচ্ছে পুঁতি, চুমকি, স্টোন বসানো বাহারি সব শাড়ি ও লেহেঙ্গা। লেভেল সিক্স-এ প্রদর্শিত হচ্ছে দেশি-বিদেশি জুতা। ব্র্যান্ডের দোকানের সঙ্গে স্থানীয় দোকানগুলোতেও ক্রেতার রুচির কথা মাথায় রেখে আনা হয়েছে রং-বেরঙের জুতা। আশা করা হচ্ছে ১৫ রোজার পর থেকে জুতার বিক্রি বাড়বে। এ ছাড়া বসুন্ধরা সিটি শপিং মলে ‘ইয়েলো’, ‘সোল ডান্স’, ‘এক্সট্যাসি’, ‘ফ্রি-ল্যান্ড’, ‘ইনফিনিটি’, ‘ওটুু, ‘ওয়েসট্যাক্স’, ‘ক্যাটস আই’-এর শোরুমে ছেলেদের শার্ট-প্যান্ট, টি-শার্ট, বেল্ট, জুতা, মেয়েদের টপস, জুতা, ব্যাগ, লেগিংস ইত্যাদি বিক্রি হচ্ছে। তবে এ মার্কেটের মূল আকর্ষণ হচ্ছে লেভেল সেভেন। ‘দেশী দশে’র ১০টি দেশীয় ব্র্যান্ডের দোকান এই লেভেলে। দেশী দশে বিবিয়ানা, ক্রে-ক্রাফট, নিপুণ, সাদাকালো, বাংলার মেলা, দেশাল, রঙ ইত্যাদির দোকানে ক্রেতারা ঈদ পোশাকের পাশাপাশি অলঙ্কার, ঘর সাজানোর পণ্য ইত্যাদি কেনাকাটা সারছেন। শপিং মলের বিক্রেতারা জানান, আগামী সপ্তাহে পুরোপুরি ঈদ বাজার জমে উঠবে বলে তারা আশা করছেন।
শিরোনাম
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সবার আস্থা-ভালোবাসায় বসুন্ধরা সিটি শপিং মল
জিন্নাতুন নূর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর