দেশের আলোচিত অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ থেকে ‘মাইনাস’ হচ্ছেন আমির আল্লামা আহমেদ শফী ও মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। সংগঠনটির আগামী ওলামা মাশায়েক সম্মেলনে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন আমির ও মহাসচিবের নাম ঘোষণা করার পরিকল্পনা করছে সংগঠনটির একটি অংশের নেতারা। শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে আলাপকালে এমন আভাস মিলেছে। সংগঠনটির আমির ও মহাসচিবের পদ থেকে আল্লামা আহমেদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীকে সরিয়ে দেওয়ার কথা তৃণমূলের নেতা-কর্মীদে মধ্যে জানাজানি হওয়ার পর সংগঠনের অভ্যন্তরে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। হেফাজতে ইসলামের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান আমির আল্লামা আহমেদ শফি এবং মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে পদ থেকে সরিয়ে নতুন দুজনকে দায়িত্ব দেওয়ার ‘ষড়যন্ত্র’ করছে হেফাজতের একটি অংশ। তারা আগামী ওলামা মাশায়েক সম্মেলনে বর্তমান আমির ও মহাসচিবের বয়সজনিত শারীরিক অসুস্থতার অজুহাতে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছেন। ঢাকায় অবস্থান করেন এমন কাউকে সংগঠনের আমির ও মহাসচিব করার প্রস্তাব করা হবে ওলামা মাশায়েক সম্মেলনে। এ ছাড়া সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ও ঢাকায় করার প্রস্তাব করা হবে। তাদের পরিকল্পনায় আমির হিসেবে আলোচনায় রয়েছেন হেফাজতে ইসলামের বর্তমান নায়েবে আমির মাওলানা নুর হোসেন কাশেমী, মুধুপুরের পীর সাহেব মাওলানা আবদুল হামিদ, হাফিজ্জি হুজুরের ছেলে মাওলানা আতাউল্লাহ বোখারী। মহাসচিব পদে আলোচনায় রয়েছেন ইসলামী ঐক্যজোট একাংশের বর্তমান মহাসচিব ও হেফাজতে ইসলামের বর্তমান যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মাওলানা সাজেদুর রহমান এবং মাওলানা লোকমান হাকিম প্রমুখ। নাম প্রকাশ না করার শর্তে হেফাজতে ইসলামের একজন কেন্দ্রীয় নেতা বলেন, ‘হেফাজতে ইসলামে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে মাঠে রয়েছেন তিন নেতা। এ পরিকল্পনার মূলে রয়েছেন দুজন ঢাকার এবং একজন চট্টগ্রামের নেতা। তাদের এ পরিকল্পনা বাস্তবায়ন হলে হেফাজতে ইসলামের চেইন অব কমান্ড ভেঙে পড়বে। এক কথায় হেফাজতে ইসলামের অপমৃত্যু ঘটবে।’ হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘হেফাজতে ইসলামে আল্লামা আহমেদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিকল্প এখনো তৈরি হয়নি। একটি গ্রুপ এ ধরনের অপপ্রচার করে হেফাজতে ইসলামের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চাইছে।’ ২০১৩ সালের ৫ মে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে লং-মার্চ করে এবং ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করে আলোচনায় আসে হেফাজতে ইসলাম, বাংলাদেশ। পরে পুলিশি অভিযান ও কেন্দ্রীয় নেতাদের নামে মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যান হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। পরবর্তীকালে ধীরে ধীরে প্রকাশ্যে আসেন হেফাজত নেতা-কর্মীরা। এ সময় হেফাজতের পক্ষ থেকে বেশ কয়েকবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মহাসমাবেশ, বিক্ষোভ কর্মসূচি, ওলামা মাশায়েক সম্মেলনসহ নানা কর্মসূচি ঘোষণা দিলেও বিভিন্ন অজুহাতে তা স্থগিত ঘোষণা করা হয়।
শিরোনাম
- শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
হেফাজতে ইসলামে মাইনাস টু ফর্মুলা
আল্লামা শফী-বাবুনগরীর বিকল্প চিন্তা
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর