বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে দলটির গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)—এর উদ্যোগে তরুণদের নিয়ে থাকছে বিশেষ আয়োজন ‘লেটস টক উইথ বাংলাদেশ আওয়ামী লীগ’। সম্মেলনে আগত তরুণ রাজনীতিবিদ, কর্মী, ডেলিগেট ও অতিথিবৃন্দ এ প্লাটফরমে সুযোগ পাবেন জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও নীতিনির্ধারকদের সঙ্গে উন্মুক্ত আলোচনার। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায়, মূল মঞ্চ থেকে কিছুটা দূরে এই আয়োজনের জন্য আলাদা প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে। সুদৃশ্য সেই প্যাভিলয়নকে কয়েকটি অংশে ভাগ করা হয়েছে; যার একটি অংশে অনুষ্ঠিত হবে ‘লেটস টক উইথ বাংলাদেশ আওয়ামী লীগ’। সেখানে নেতার কাছে প্রশ্ন করার জন্য কর্মীদের সুযোগ দেওয়া হবে। এজন্য আয়োজনস্থলে মঞ্চের ওপর সাদা রঙের ডায়াস বসানো হয়েছে। সামনে নেতা-কর্মীদের বসার জন্য চেয়ার রাখা হয়েছে। জানা যায়, আজ ও আগামীকাল বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আলোচনা চলবে। এ ছাড়া এই প্যাভিলিয়নে থাকবে বিভিন্ন প্রকাশনা, অডিও-ভিজুয়াল তথ্য পরিবেশনা। সিআরআইর নির্বাহী পরিচালক সাব্বির বিন সামস জানান, ‘সম্মেলনে আমাদের দুটি স্টল থাকবে। তার একটিতে পাওয়া যাবে আওয়ামী লীগ সরকারের গত প্রায় আট বছরের উন্নয়ন ও সফলতার ওপর গবেষণালব্ধ সব প্রকাশনা। এসব প্রকাশনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বেশকিছু প্রকাশনা থাকবে। জাতীয় গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক প্রকাশনাও থাকবে। অন্য আরেকটি স্টলে থাকবে বেশকিছু ইনস্টলেশন। সেখানে তথ্যচিত্র উপস্থাপন করা হবে। যার মধ্যে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম (১৯৮১-১৯৯৬), ছবিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও আওয়ামী লীগের পথচলা (১৯৪৯-২০০৮)।’
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা