শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ধান কেটে বুঝিয়ে দেওয়া হলো সাঁওতালদের

গাইবান্ধা প্রতিনিধি

সাঁওতালদের অনুপস্থিতিতে ধান কাটার পর এই নৃগোষ্ঠীর সদস?্যদের সেই ফসল গতকাল বুঝিয়ে দিয়েছে রংপুর চিনিকল কর্তৃপক্ষ। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল আওয়াল জানিয়েছেন, সন্ধ্যায় সাঁওতাল নেতারা সাহেবগঞ্জ ইক্ষু খামারে তাদের রোপণ করা ২৬ বস্তা ধান বুঝে নিয়েছেন। জানা গেছে, বার্ণাবাস টুডু, আনছেন হেমভ্রম, সুরেন টুডু ও সুশীল মার্ডিসহ ১৭ জনের প্রতিনিধির কাছে এ ধান বুঝিয়ে দেওয়া হয়। এ বিষয়ে সাহেবগঞ্জ-বাগদা ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সদস্য বার্ণাবাস টুডু জানান, ধান কাটা শেষে সন্ধ্যায় ২৬ বস্তা ধান মিল কর্তৃপক্ষের কাছ থেকে সাঁওতালরা বুঝে পেয়েছেন। তবে ধানগুলো এখনো পরিমাপ করে দেখা হয়নি। ধান বুঝে নিলেও তাদের দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান। এর আগে চিনিকল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে দুপুর ১২টায় মেশিন (কম্বাইন্ড হারভেস্টার মেশিন) দিয়ে এই ধান কাটা শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত প্রায় আড়াই একর জমির ধান কাটা সম্পন্ন হয়। সকালে ধান কাটা শুরুর সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ আলী, গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, বাংলাদেশ চিনি খাদ্য শিল্প সংস্থার প্রতিনিধিসহ চিনিকলের কর্মকর্তা-কর্মচারীরা। ওই এলাকায় গোলযোগ এড়াতে পুলিশও মোতায়েন করা হয়।

সর্বশেষ খবর