শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন

দুই প্রতিষ্ঠানকে নোটিস দিয়েছে তথ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ করার পদক্ষেপ হিসেবে দুটি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে তথ্য মন্ত্রণালয়। ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড ও ডিজি যাদু ব্রডব্যান্ড লিমিটেড নামের এই দুই প্রতিষ্ঠানকে নোটিস দিয়ে বিজ্ঞাপন প্রচারকারী চ্যানেলের সম্প্রচার কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়েছে মন্ত্রণালয়। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতারুজ্জামান তালুকদার স্বাক্ষরিত নোটিসটি জারি করা হয়েছে। নোটিসে ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড ও ডিজি যাদু ব্রডব্যান্ড লিমিটেড নামের দুই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের বলা হয়েছে, বেশ কয়েকটি বিদেশি টেলিভিশন চ্যানেল ডাউনলিংক পূর্বক বাংলাদেশে সম্প্রচারের জন্য আপনাদের প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। এতে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ধারাসমূহ পালনের শর্ত ছিল। এই আইনে বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কোনো কোনো বিদেশি চ্যানেলে বাংলাদেশি দর্শকদের জন্য এ দেশি বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আপনার প্রতিষ্ঠানের ডাউনলিংক পূর্বক বাংলাদেশে সম্প্রচাররত কোনো বিদেশি চ্যানেল শর্ত ভঙ্গ করছে কিনা এবং সেই চ্যানেলের সম্প্রচার অনুমতি কেন বাতিল করা হবে না তা জানানোর নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

 

সর্বশেষ খবর