ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে এক বাংলাদেশি যুবককে বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন ‘মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম)’। সংগঠনটি এ ঘটনার জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে।
জানা গেছে, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনকে (এনএইচআরসি) লেখা এক চিঠিতে এ হত্যার জন্য এক বিএসএফ জওয়ানকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে। গতকাল মাসুমের পরিচালক কিরিটি রায় জানান, এই বিএসএফ জওয়ান গত ১৫ নভেম্বর বিকালের দিকে উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগরের আমুদিয়ায় ১১/৬-এস বিওপিতে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা মোসলেম সরদারকে (৩১) মাথার পেছন থেকে গুলি করে হত্যা করে। এ বিষয়ে বিএসএফের বক্তব্য হলো, পাচারের সময় বিএসএফের সঙ্গে এনকাউন্টারে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে এ দাবি নাকচ করে কিরিটি রায় বলেন, এনকাউন্টার হলে সামনে থেকে গুলিবিদ্ধ হওয়ার কথা। কিন্তু ওই যুবকের মাথার পেছন দিকে গুলিবিদ্ধ হয় কীভাবে? সুতরাং এ ঘটনায় পরিষ্কার- ওই বাংলাদেশি যুবক বিএসএফের ওপর কোনো হামলা করেনি।