এক তরুণীর করা মামলায় গ্রেফতার হওয়ার পর ক্রিকেটার আরাফাত সানি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী সেলে রয়েছেন। নিজেকে সানির স্ত্রী হিসেবে দাবি করেছেন ওই তরুণী। তার করা তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় প্রতিবেদন দাখিলের ধার্য দিনে গতকাল সানিকে ঢাকার আদালতে আনা হয়েছিল। হাজতি পরোয়ানা দেখে তার কারাগারের অবস্থান জানা যায়। গত ২২ জানুয়ারি সাভারের আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। ২৪ জানুয়ারি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। এরপর থেকে এই ক্রিকেটার ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, প্রথমে সানিকে কারাগারের যমুনা সেল থেকে শাপলা সেলে নেওয়া হয়। এরপর শাপলা সেল থেকে তাকে সূর্যমুখী সেলে স্থানান্তর করা হয়। গতকাল সানিকে কারাগার থেকে আদালতে আনা হলেও অন্য কোনো আবেদন না থাকায় তাকে এজলাসে তোলা হয়নি। হাজত থেকেই কারাগারে ফেরত যান তিনি। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন?্য আগামী ৭ মার্চ নতুন দিন ঠিক করেছেন ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানা। মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ ইয়াহিয়া গতকাল প্রতিবেদন দিতে না পারায় নতুন দিন ঠিক হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আরাফাত সানির সঙ্গে ওই তরুণীর ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিয়ে হয়। গত বছরের ১২ জুন সানি দুজনের কিছু ব্যক্তিগত ও ওই তরুণীর কিছু আপত্তিকর ছবি ফেসবুকের মেসেঞ্জারে পাঠান। ছবি পাঠিয়ে আরাফাত সানি ওই তরুণীকে হুমকি দেন। পরে আবার ২৫ নভেম্বর ওই তরুণীকে আপত্তিকর ছবি পাঠিয়ে হুমকি দেন আরাফাত সানি। ওই তরুণী বাদী হয়ে গত ৫ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করেন। সানি গ্রেফতার হওয়ার পর যৌতুক ও নারী নির্যাতন আইনে আরও দুটি মামলাও করেন তিনি।
শিরোনাম
- চাপাইনবাবগঞ্জে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
- গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ
- পঞ্চদশ সংশোধনী : লিভ টু আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে
- শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা
- বাংলাদেশে সফল নির্বাচন দেখতে চায় ইইউ
- দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ঐক্যের খোঁজে জাতি, অনৈক্যে বিপর্যয় অনিবার্য
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
অষ্টম কলাম
কারাগারে সূর্যমুখী সেলে সানি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর