এক তরুণীর করা মামলায় গ্রেফতার হওয়ার পর ক্রিকেটার আরাফাত সানি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী সেলে রয়েছেন। নিজেকে সানির স্ত্রী হিসেবে দাবি করেছেন ওই তরুণী। তার করা তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় প্রতিবেদন দাখিলের ধার্য দিনে গতকাল সানিকে ঢাকার আদালতে আনা হয়েছিল। হাজতি পরোয়ানা দেখে তার কারাগারের অবস্থান জানা যায়। গত ২২ জানুয়ারি সাভারের আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। ২৪ জানুয়ারি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। এরপর থেকে এই ক্রিকেটার ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, প্রথমে সানিকে কারাগারের যমুনা সেল থেকে শাপলা সেলে নেওয়া হয়। এরপর শাপলা সেল থেকে তাকে সূর্যমুখী সেলে স্থানান্তর করা হয়। গতকাল সানিকে কারাগার থেকে আদালতে আনা হলেও অন্য কোনো আবেদন না থাকায় তাকে এজলাসে তোলা হয়নি। হাজত থেকেই কারাগারে ফেরত যান তিনি। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন?্য আগামী ৭ মার্চ নতুন দিন ঠিক করেছেন ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানা। মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ ইয়াহিয়া গতকাল প্রতিবেদন দিতে না পারায় নতুন দিন ঠিক হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আরাফাত সানির সঙ্গে ওই তরুণীর ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিয়ে হয়। গত বছরের ১২ জুন সানি দুজনের কিছু ব্যক্তিগত ও ওই তরুণীর কিছু আপত্তিকর ছবি ফেসবুকের মেসেঞ্জারে পাঠান। ছবি পাঠিয়ে আরাফাত সানি ওই তরুণীকে হুমকি দেন। পরে আবার ২৫ নভেম্বর ওই তরুণীকে আপত্তিকর ছবি পাঠিয়ে হুমকি দেন আরাফাত সানি। ওই তরুণী বাদী হয়ে গত ৫ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করেন। সানি গ্রেফতার হওয়ার পর যৌতুক ও নারী নির্যাতন আইনে আরও দুটি মামলাও করেন তিনি।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
অষ্টম কলাম
কারাগারে সূর্যমুখী সেলে সানি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর