এক তরুণীর করা মামলায় গ্রেফতার হওয়ার পর ক্রিকেটার আরাফাত সানি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী সেলে রয়েছেন। নিজেকে সানির স্ত্রী হিসেবে দাবি করেছেন ওই তরুণী। তার করা তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় প্রতিবেদন দাখিলের ধার্য দিনে গতকাল সানিকে ঢাকার আদালতে আনা হয়েছিল। হাজতি পরোয়ানা দেখে তার কারাগারের অবস্থান জানা যায়। গত ২২ জানুয়ারি সাভারের আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। ২৪ জানুয়ারি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। এরপর থেকে এই ক্রিকেটার ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, প্রথমে সানিকে কারাগারের যমুনা সেল থেকে শাপলা সেলে নেওয়া হয়। এরপর শাপলা সেল থেকে তাকে সূর্যমুখী সেলে স্থানান্তর করা হয়। গতকাল সানিকে কারাগার থেকে আদালতে আনা হলেও অন্য কোনো আবেদন না থাকায় তাকে এজলাসে তোলা হয়নি। হাজত থেকেই কারাগারে ফেরত যান তিনি। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন?্য আগামী ৭ মার্চ নতুন দিন ঠিক করেছেন ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানা। মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ ইয়াহিয়া গতকাল প্রতিবেদন দিতে না পারায় নতুন দিন ঠিক হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আরাফাত সানির সঙ্গে ওই তরুণীর ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিয়ে হয়। গত বছরের ১২ জুন সানি দুজনের কিছু ব্যক্তিগত ও ওই তরুণীর কিছু আপত্তিকর ছবি ফেসবুকের মেসেঞ্জারে পাঠান। ছবি পাঠিয়ে আরাফাত সানি ওই তরুণীকে হুমকি দেন। পরে আবার ২৫ নভেম্বর ওই তরুণীকে আপত্তিকর ছবি পাঠিয়ে হুমকি দেন আরাফাত সানি। ওই তরুণী বাদী হয়ে গত ৫ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করেন। সানি গ্রেফতার হওয়ার পর যৌতুক ও নারী নির্যাতন আইনে আরও দুটি মামলাও করেন তিনি।
শিরোনাম
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
- কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
- আশুলিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা
- নাফ নদে ৬ রোহিঙ্গা জেলেকে অপহরণ
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
অষ্টম কলাম
কারাগারে সূর্যমুখী সেলে সানি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর