শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

গতকাল ভোরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙা সীমান্তে তুলু মিয়া (৫৫) নামের এক গরু ব্যবসায়ী বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। নিহত তুলু মিয়া কাউয়ারচর গ্রামের মৃত আসমত আলীর ছেলে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিজিবি ও গ্রামবাসী সূত্রে জানা যায়, গতকাল ভোরে ২৫-৩০ জনের একটি দল ওই সীমান্তে গরু পারাপারের সময় ভারতের গুটালিগাঁও ক্যাম্পের বিএসএফের ছোড়া গ্রেনেডে তুলু মিয়ার মৃত্যু হয়। আহত হন ছিফাত আলী (৩৫) নামের আরেক গরু ব্যবসায়ী। সঙ্গীরা আহত ছিফাতকে উদ্ধার করে আইনি জটিলতা এড়াতে গোপনে চিকিৎসা দিচ্ছেন বলে জানা গেছে। ছিফাত আলী ধর্মপুর গ্রামের মৃত মজারত আলীর ছেলে। এদিকে বেলা ১১টার দিকে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন জামালপুর-৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার হাসান মিয়া। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন পানবাড়ি-৫৭ বিএসএফের গুটালিগাঁও কোম্পানি কমান্ডার এসি কুলদ্বীপ শার্মা। বৈঠকে বিএসএফ গুলি বা গ্রেনেট নিক্ষেপের কথা অস্বীকার করেছে। জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতিকুর রহমান জানান, এ হত্যাকাণ্ডের জন্য প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। চোরাকারবারিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর