শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
প্রকৃতি

বাদুড়ের অভয়াশ্রম

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

বাদুড়ের অভয়াশ্রম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী সরকারি সেগুন বাগানে গড়ে উঠেছে বাদুড়ের অভয়াশ্রম। প্রায় শত বছর ধরে বিভিন্ন প্রজাতির বাদুড় এখানে বাস করছে। সন্ধ্যা হলেই বাদুড়ের ছোটাছুটি আর কিচিরমিচির শব্দে মুখরিত থাকে এলাকাটি। উপজেলা সদর থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে এ সেগুন বাগানের অবস্থান। এলাকার অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক নাঈম উদ্দিন জানিয়েছেন, ব্রিটিশ শাসনামল থেকেই সাগরদিঘী বাদুড়গুলোর আশ্রয়স্থল। সারা দিন বাদুড় সেগুন বাগানে থাকে, সন্ধ্যা হলেই খাবারের সন্ধানে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। সারা দিন কিচিরমিচির শব্দে বাগানের চারপাশ মুখরিত থাকে। তিনি বলেন, বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে বাদুড়ের সংখ্যা আগের চেয়ে অনেক কমে গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর