টানা চারদিন পর ধর্মঘট প্রত্যাহার করেছেন ইন্টার্ন ডাক্তাররা। চার ইন্টার্ন ডাক্তারের শাস্তি মওকুফের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. নাসিমের মৌখিক এবং লিখিত আশ্বাসের পর গতকাল তারা ধর্মঘট প্রত্যাহার করেন। দেশের কয়েকটি হাসপাতালে এই ধর্মঘট চলছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে তার ধানমন্ডির বাসভবনে বৈঠক করেন ঢাকা, সলিমুল্লাহ ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসক পরিষদের নেতারা। এ সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ উপস্থিত ছিলেন। ওই বৈঠকের পর তারা কর্মবিরতি প্রত্যাহার করেন। বৈঠকে শিক্ষানবিস চিকিৎসকদের প্রতিনিধিরা সার্বিক পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষানবিস চিকিৎসক হিসাবে মন্ত্রীর কাছে অভিভাবকসম ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করেন। ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে সেদিকে সতর্ক থাকার প্রতিশ্রুতিও দেন। স্বাস্থ্যমন্ত্রী তাদের বক্তব্য শোনার পর সাধারণ রোগীদের ভোগান্তি বন্ধে চলমান সংকট দ্রুত নিরসনের জন্য সব পক্ষকে ধৈর্যশীল হবার আহ্বান জানিয়ে বগুড়ার শজিমেক হাসপতালের চার চিকিৎসকের সাজার আদেশ প্রত্যাহারের আশ্বাস দেন। মন্ত্রীর এই আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষানবিস চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেন। তবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষানবিস চিকিৎসকরা মন্ত্রীর লিখিত আশ্বাস পাওয়ার পর গতকাল সন্ধ্যায় তাদের ধর্মঘট প্রত্যাহার করেন।
শিরোনাম
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
দীর্ঘ ভোগান্তির পর ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর