বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন ডাকসু নির্বাচন না দেওয়ার সমালোচনা করে বলেছেন, এই নির্বাচন না দিয়ে নতুন নেতৃত্ব তৈরির পথ রুদ্ধ করে রাখা হয়েছে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাহসী এই ছাত্রনেতা বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপের সময় আক্ষেপ করে বলেন, ১৯৯০ সালের ৬ জুন অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছিলাম। সে নির্বাচনের পর এখন পর্যন্ত আর ডাকসু নির্বাচন হয়নি। তাই মানুষ এখনো আমাকে ডাকসুর জিএস হিসেবে মনে করে। কিন্তু আমি এটাকে এখন অনেকটা অভিশাপ বলে মনে করি। কারণ আমি আমৃত্যু এই উপাধি ধারণ করে যেতে চাই না। আমি চাই, অবিলম্বে ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন নতুন নেতৃত্ব তৈরির দ্বার উন্মোচিত হোক। তবে এ নির্বাচনের আগে দেশের শিক্ষাঙ্গনগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ ও সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে। ছাত্র সমাজ, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজসহ সবাইকেই এগিয়ে আসতে হবে। রাষ্ট্রপতির এ সংক্রান্ত সাম্প্রতিক বক্তব্যে আমরা খুবই খুশি হয়েছি। তবে তার সরকার ও দল যদি আরও আগে এ উদ্যোগ নিত তাহলে ভালো হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে রাষ্ট্রপতির ‘ডাকসু নির্বাচনের আয়োজনকে অনিবার্য’ মন্তব্যের প্রতি শতভাগ সমর্থন জানান খায়রুল কবির খোকন। তিনি বলেন, শুধু রাষ্ট্রপতিই নন, দেশের সব মহলই চাচ্ছেন অবিলম্বে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক। আর ডাকসু নির্বাচনের সঙ্গে সঙ্গে অন্যান্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচনের ব্যবস্থাও করতে হবে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, নব্বইয়ের পর এ পর্যন্ত যত সরকারই ক্ষমতায় এসেছে- তাদের সবাই ছিল ডাকসু নির্বাচন নিয়ে উদাসীন। আমরা ’৯৮ সাল পর্যন্ত কমিটিতে ছিলাম। এর মধ্যে চেয়েছিলাম নতুন নির্বাচন দিয়ে বিদায় নিতে। কিন্তু পারিনি। অথচ বিগত ২৭ বছরে ২৭টি না হলে অন্তত ২০টি নির্বাচন হলেও ভিপি ও জিএস দুজন করে ৪০ জন নতুন নেতা তৈরি হতো। যারা দেশের রাজনীতিতে ভূমিকা রাখতে পারত। বিদ্যমান রাজনৈতিক নেতৃত্বের অভাবও পূরণ হতো। কিন্তু সেটি বন্ধ করে রেখেছে আমাদের দেশের সরকারগুলো। কারণ এ নির্বাচন দিলে ছাত্র সংগঠনগুলো সক্রিয় ও সংগঠিত হবে। সরকারের জন্য তা ভীতির কারণ হবে। এমনকি সরকারবিরোধী আন্দোলনও তৈরি হতে পারে। এসব কথা চিন্তা করেই ডাকসু নির্বাচন নিয়ে সরকারগুলোর যত অনীহা। কিন্তু নেতৃত্ব শূন্যতার এই নেতিবাচক প্রভাব ধীরে ধীরে সমগ্র দেশ ও রাজনীতিকেই গ্রাস করে চলেছে। অযোগ্য, মেধাহীন ও দেশপ্রেমহীন নেতৃত্ব যেভাবে বেড়ে চলেছে- তা অব্যাহত থাকলে পুরো জাতিকেই একদিন তার খেসারত দিতে হবে। খোকন আরও বলেন, এ পর্যন্ত যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে এবং তার মাধ্যমে বৃহৎ যত অর্জন এসেছে- তার সবকিছুর সঙ্গেই ডাকসুর নেতৃত্ব জড়িত। বিশেষ করে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডাকসুর শক্তিশালী ভূমিকা সম্পর্কে সমগ্র জাতি অবহিত। একই বছরের ৬ জুন অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ডাকসু গঠনের কিছু দিনের মধ্যেই নাজিমুদ্দিন জিহাদের মৃত্যুর পর তার লাশকে সামনে রেখে সব ছাত্র সংগঠনের নেতারা শপথ নিয়ে যে বৃহৎ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিলাম- ডা. শামছুল আলম মিলনের মৃত্যুর পর সে আন্দোলন আরও বেগবান হয়। এর পেছনে মুখ্য অবদান ছিল ডাকসুরই। তাই সুশীল সমাজসহ ছাত্র ও রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি আমার অনুরোধ— সবাই সোচ্চার হয়ে সরকারকে ডাকসু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করে সে নির্বাচনের ব্যবস্থা করুন।
শিরোনাম
- শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের
- এশিয়া সফর শুরু ট্রাম্পের
- ফ্রান্সে স্কুলছাত্রী ধর্ষণ-হত্যার দায়ে প্রথম কোনো নারীর যাবজ্জীবন
- ফেসবুকে ভুয়া চাকরির প্রলোভন, নতুন ফাঁদে পড়ছেন ব্যবহারকারীরা
- বৃষ্টিহীন ঢাকায় আজও থাকবে গরমের দাপট
- মালয়েশিয়ায় নেমেই নেচে উঠলেন ট্রাম্প, ভিডিও ভাইরাল
- চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ফেলেই ২ কিলোমিটার গেল ট্রেন
- নির্বাচন কমিশনের সামনে ‘ককটেল বিস্ফোরণ’, যুবক আটক
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পাবনায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩, বিক্ষুব্ধ এলাকাবাসী
- তারেক রহমানের হাত ধরে দেশে কৃষি ও অর্থনৈতিক বিপ্লব ঘটবে: তৃপ্তি
- নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতাদের মিলনমেলা
- রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার
- চুয়াডাঙ্গায় তরুণ উদ্যোক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ
- লক্ষ্মীপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ
- গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার : আসিফ নজরুল
- বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
- পাইপ বোরিং করতে গিয়ে বের হচ্ছে গ্যাস, রান্না করছেন অনেকে
নতুন নেতৃত্বের পথ রুদ্ধ রাখা হয়েছে
—— খায়রুল কবির খোকন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর