মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জঙ্গি শায়খ আবদুর রহমানের ছেলের রায় ১২ এপ্রিল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার আদালতে শীর্ষ জেএমবি নেতা শায়খ আবদুর রহমানের ছেলে নাবিলসহ চার জঙ্গির তিন মামলার রায় গতকাল ঘোষণার কথা থাকলেও তা হয়নি। ১২ এপ্রিল রায়ের নতুন তারিখ ধার্য করা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলি ছুটিতে থাকায় গতকাল রায় ঘোষণা হয়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পিপি অ্যাড. মো. আবু তাহের। রায় ঘোষণাকে কেন্দ্র করে গতকাল কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের সড়ক, আদালত প্রাঙ্গণ এবং এর আশপাশে জোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। শীর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল রহমান ছাড়াও মামলার অন্য আসামিরা হচ্ছে—আলমগীর হোসেন, রঙ্গিলা ওরফে সোহেল ও মোস্তাফিজুর রহমান। ২০০৬ সালের ১৩ মার্চ কুমিল্লা নগরীর কালিয়াজুরীর একটি বাসা থেকে জেএমবির শীর্ষ নেতাদের সঙ্গে এদের গ্রেফতার করা হয়। সে সময় দিনব্যাপী র্যাব-পুলিশের অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে তিনটি মামলা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর