মাল্টা ভালো লাগে না এমন মানুষ পাওয়া কঠিন। সেই মাল্টা এখন উত্তরের জনপদ দিনাজপুরের বীরগঞ্জের গাছে গাছে ঝুলছে। কমলা চাষের সাফল্যের পর এবার মাল্টা চাষের সাফল্যে রঙিন কৃষকের মন। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে ফিকে সবুজ বর্ণের এসব লোভনীয় মাল্টা। জুন মাসে এর ফল আসে এবং অক্টোবর মাসের দিকে মাল্টা পাকে। হিমালয়ের পাদদেশে দিনাজপুরের অবস্থান হওয়ায় ভৌগোলিক কারণে এ এলাকায় মাল্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। বীরগঞ্জ উপজেলার মাল্টায় নেই কোনো ফরমালিন, নেই কোনো ঝুঁকি। তাই এই অঞ্চলের মাল্টাও হতে পারে অধিক জনপ্রিয়। কৃষক প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে এ অঞ্চলে মাল্টা চাষের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। এর আবাদ ব্যাপকহারে বাড়লে আর আমদানি করতে হবে না। মাল্টা ব্যাপকহারে চাষ হলে বীরগঞ্জ এলাকায় অর্থনৈতিকভাবে বিপ্লব সাধিত হবে বলে কৃষি বিভাগসহ উদ্যোক্তারা আশা করছেন। মাল্টা চাষি এরশাদুল হক জানান, মাটি চাষ উপযোগী ও লাভজনক হওয়ার কারণে বীরগঞ্জে মাল্টা চাষ শুরু হয়েছে। আর এ মাল্টা চাষে উদ্বুদ্ধ করেছে কৃষি বিভাগ। মাল্টা বাগানে ফল ধরেছে। একেকটি গাছে কমপক্ষে ৩০-৫০টি মাল্টা ধরেছে। মাল্টার দাম বেশি। চাষাবাদে তেমন কোনো ঝামেলা নেই। মাল্টা বাগানে সাথী ফসল হিসেবে সবজিসহ বিভিন্ন ধরনের ফসল চাষ করা যায়। বীরগঞ্জের কৃষক হেমচন্দ দাস জানান, পরীক্ষামূলক চাষের সাফল্যের পর এবার আমার জমিতে মাল্টা চাষের সিদ্ধান্ত গ্রহণ করি। ১০ শতক জমিতে বারি মাল্টা-১ জাতের ৩০টি মাল্টা গাছ রোপণের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়েছে। বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান জানান, বীরগঞ্জ এলাকায় কমলা এবং মাল্টা চাষের সাফল্য লাভের পর রাজস্ব খাতের অর্থায়নের খরিপ-২ মাল্টা প্রদর্শনী বাস্তবায়নের লক্ষ্যে চাষিদের ব্রিফিং শেষে উপকরণসহ মাল্টার চারা বিতরণ করা হয়েছে। ভৌগোলিক কারণে এ এলাকায় মাল্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। চাষের সাফল্যের পর ফের ১৮জুন ৩১জন চাষির মাঝে বারি মাল্টা-১ চারা প্রদান করে বীরগঞ্জ কৃষি অফিস। প্রত্যেক চাষিকে ৬০টি মাল্টার চারা ও কৃষি উপকরণ প্রদান করা হয়েছে। প্রদর্শনী প্লট হিসেবে উদ্যোক্তা চাষিদের ২০ শতক জমিতে ৬০টি চারা রোপণ করা হয়। এ ক্ষেত্রে প্রতিটি চারার মাঝে দুরত্ব ৯ হতে ১০ফিট। উল্লেখ্য, বীরগঞ্জ উপজেলায় পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, এ এলাকার মাটি কমলা এবং মাল্টা চাষের জন্য বেশ উর্বর। ২০১৫ সালে তাই প্রাথমিকভাবে পৌরসভায় ১টি এবং ভোগনগর ইউনিয়নে ২টিসহ মোট ৩টি স্থানে বারি মাল্টা-১ জাতের গাছ রোপণের মধ্য দিয়ে বীরগঞ্জে মাল্টা চাষের যাত্রা শুরু হয়।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ