মাল্টা ভালো লাগে না এমন মানুষ পাওয়া কঠিন। সেই মাল্টা এখন উত্তরের জনপদ দিনাজপুরের বীরগঞ্জের গাছে গাছে ঝুলছে। কমলা চাষের সাফল্যের পর এবার মাল্টা চাষের সাফল্যে রঙিন কৃষকের মন। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে ফিকে সবুজ বর্ণের এসব লোভনীয় মাল্টা। জুন মাসে এর ফল আসে এবং অক্টোবর মাসের দিকে মাল্টা পাকে। হিমালয়ের পাদদেশে দিনাজপুরের অবস্থান হওয়ায় ভৌগোলিক কারণে এ এলাকায় মাল্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। বীরগঞ্জ উপজেলার মাল্টায় নেই কোনো ফরমালিন, নেই কোনো ঝুঁকি। তাই এই অঞ্চলের মাল্টাও হতে পারে অধিক জনপ্রিয়। কৃষক প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে এ অঞ্চলে মাল্টা চাষের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। এর আবাদ ব্যাপকহারে বাড়লে আর আমদানি করতে হবে না। মাল্টা ব্যাপকহারে চাষ হলে বীরগঞ্জ এলাকায় অর্থনৈতিকভাবে বিপ্লব সাধিত হবে বলে কৃষি বিভাগসহ উদ্যোক্তারা আশা করছেন। মাল্টা চাষি এরশাদুল হক জানান, মাটি চাষ উপযোগী ও লাভজনক হওয়ার কারণে বীরগঞ্জে মাল্টা চাষ শুরু হয়েছে। আর এ মাল্টা চাষে উদ্বুদ্ধ করেছে কৃষি বিভাগ। মাল্টা বাগানে ফল ধরেছে। একেকটি গাছে কমপক্ষে ৩০-৫০টি মাল্টা ধরেছে। মাল্টার দাম বেশি। চাষাবাদে তেমন কোনো ঝামেলা নেই। মাল্টা বাগানে সাথী ফসল হিসেবে সবজিসহ বিভিন্ন ধরনের ফসল চাষ করা যায়। বীরগঞ্জের কৃষক হেমচন্দ দাস জানান, পরীক্ষামূলক চাষের সাফল্যের পর এবার আমার জমিতে মাল্টা চাষের সিদ্ধান্ত গ্রহণ করি। ১০ শতক জমিতে বারি মাল্টা-১ জাতের ৩০টি মাল্টা গাছ রোপণের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়েছে। বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান জানান, বীরগঞ্জ এলাকায় কমলা এবং মাল্টা চাষের সাফল্য লাভের পর রাজস্ব খাতের অর্থায়নের খরিপ-২ মাল্টা প্রদর্শনী বাস্তবায়নের লক্ষ্যে চাষিদের ব্রিফিং শেষে উপকরণসহ মাল্টার চারা বিতরণ করা হয়েছে। ভৌগোলিক কারণে এ এলাকায় মাল্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। চাষের সাফল্যের পর ফের ১৮জুন ৩১জন চাষির মাঝে বারি মাল্টা-১ চারা প্রদান করে বীরগঞ্জ কৃষি অফিস। প্রত্যেক চাষিকে ৬০টি মাল্টার চারা ও কৃষি উপকরণ প্রদান করা হয়েছে। প্রদর্শনী প্লট হিসেবে উদ্যোক্তা চাষিদের ২০ শতক জমিতে ৬০টি চারা রোপণ করা হয়। এ ক্ষেত্রে প্রতিটি চারার মাঝে দুরত্ব ৯ হতে ১০ফিট। উল্লেখ্য, বীরগঞ্জ উপজেলায় পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, এ এলাকার মাটি কমলা এবং মাল্টা চাষের জন্য বেশ উর্বর। ২০১৫ সালে তাই প্রাথমিকভাবে পৌরসভায় ১টি এবং ভোগনগর ইউনিয়নে ২টিসহ মোট ৩টি স্থানে বারি মাল্টা-১ জাতের গাছ রোপণের মধ্য দিয়ে বীরগঞ্জে মাল্টা চাষের যাত্রা শুরু হয়।
শিরোনাম
- ফিলিপাইনে বিক্ষোভের মুখে দুই মন্ত্রীর পদত্যাগ
- ঝিনাইগাতীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- মাইলফলকের ম্যাচে মুশফিকের ফিফটি
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৭
- অত্যাধুনিক চীনা সাবমেরিন পাচ্ছে পাকিস্তান, ভারতের আধিপত্যে চ্যালেঞ্জ
- রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
- নারী ক্রিকেটারদের নিয়ে লিঙ্গ সংবেদনশীলতা কর্মশালা
- একজন নয়, প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : মির্জা ফখরুল
- দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
- নির্বাচন কমিশনকে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জোনায়েদ সাকির
- মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা ইউক্রেনের
- সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
- রমজানের আগে ছোলা-খেজুরসহ ছয় ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে
- শেখ হাসিনাকে কেন ফেরত দেবে না ভারত, আল–জাজিরার বিশ্লেষণ
- অক্টোবরে সড়কে ঝরেছে ৪৪১ প্রাণ : রোড সেফটি ফাউন্ডেশন
- জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে: শামা ওবায়েদ
কৃষি সংবাদ
গাছে গাছে মাল্টা
রিয়াজুল ইসলাম, দিনাজপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর