বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

মদ্যপানে লিভারের অবস্থা হয় ভয়ঙ্কর

প্রতিদিন ডেস্ক

মদ্যপানের ফলে দেহের ক্ষতি হয়- এটা অনেকে জানলেও এ ক্ষতির মাত্রা যে কতটা ভয়ঙ্কর, তা অনেকেরই জানা নেই। সূত্র : অনলাইন। গবেষকরা জানিয়েছেন, মদ্যপানের ফলে লিভারের সবচেয়ে বেশি ক্ষতি হয়। লিভারের কোষগুলো এতে ধ্বংসপ্রাপ্ত হয় এবং তা লিভারকে একেবারে নষ্ট করে দেয়। অতিরিক্ত মদ্যপানে লিভারের কার্যকারিতা নষ্ট হওয়ায় বহু মানুষ মৃত্যুর মুখোমুখি হয়ে পড়েন। চিকিৎসকরা বলছেন, মদ্যপান করলে শুধু যে লিভারের ক্ষতি হয় তা নয়, এতে মস্তিষ্কেরও ক্ষতি হয়। মার্কিন এক গবেষণায় বলা হয়েছে, অ্যালকোহলের প্রভাবে ধীরে ধীরে কর্মক্ষমতা লোপ পায় মস্তিষ্কের। শুধু তাই নয়, মদ্যপান করলে, বয়ঃসন্ধিকালে মস্তিষ্কের বিকাশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মস্তিষ্কের সিনগুলেট কর্টেক্স ইমপ্লাস কন্ট্রোলে সাহায্য করে। আর অ্যালকোহল মস্তিষ্কের এই জায়গাতেই সবচেয়ে বেশিমাত্রায় প্রভাব ফেলে। এ ছাড়া মদ্যপানে অ্যালঝেইমার্স, মস্তিষ্কে রক্তক্ষরণ, এমনকি মস্তিষ্কে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকে। মাইগ্রেনে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর