Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ৬ ডিসেম্বর, ২০১৭ ২৩:২৪

আপিলে খালাস পেলেন সাবেক সিভিল সার্জন

লক্ষ্মীপুর প্রতিনিধি

আপিলে খালাস পেলেন সাবেক সিভিল সার্জন

লক্ষ্মীপুরে আপিলে খালাস পেলেন ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের দণ্ডপ্রাপ্ত সাবেক (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন ডা. মোহাম্মদ সালাহ উদ্দিন শরীফ। গতকাল বিকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিলের পর বিচারক তা মঞ্জুর করে খালাসের রায় দেন। সালাহ উদ্দিনের আইনজীবী রাসেল মাহমুদ মান্না এ তথ্য নিশ্চিত করেন। খালাস পাওয়ার পর সালাহ উদ্দিন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্য প্রমাণিত হয়েছে।’ অন্যায়ভাবে সাজা দেওয়ায় মানসিক, সামজিকভাবে তিনি ও তার পরিবার বিপর্যস্ত। প্রসঙ্গত, গত সোমবার জেলা প্রশাসন পরিচালিত শহরের কাকলি স্কুলের প্রবেশ পথে আগে পরে যাওয়াকে কেন্দ্র করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম ও সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরীফের হাতাহাতি হয়। এ ঘটনায় তাকে তিন মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এদিকে সাজার বিষয় নিয়ে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এডিসি শেখ মুর্শিদুল ইসলাম ও ভ্রাম্যামাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামানকে তলব করে হাই কোর্ট।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর