শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

অবৈধ সাইনবোর্ড উচ্ছেদে ব্যাপক অভিযান

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানে অবৈধভাবে ফুটপাথ দখল ও ব্যানার-ফেস্টুন লাগানোয় ১১টি মামলা করে ১ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে ফুটপাথ দখল করে নির্মাণ করা ২০০ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ফার্মগেট এলাকায় টানানো কয়েক হাজার পোস্টার, বিলবোর্ড, ফেস্টুন অপসারণ করা হয়। অভিযানের সময় ১১ ব্যক্তি ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সর্বশেষ খবর