সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শিক্ষামন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান অনশন অব্যাহত শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

আমরণ অনশনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাদের অনশন ভঙ্গ করার প্রস্তাব দিলে শিক্ষকরা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। জাতীয়করণের দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। গতকাল বিকালে পরিবহন পুল অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান বলেন, শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী আমাদের বৈঠকে ডেকে আশ্বস্ত করেছেন। তবে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা দিতে পারেননি। তাই আমরা মন্ত্রীর ‘অনশন ভঙ্গ করে বাড়ি ফিরে যাওয়ার প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আমাদের আমরণ অনশন চলবে। গতকাল দুপুরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অফিস কক্ষে আন্দোলনরত বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক প্রতিনিধিকে ডাকেন প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে প্রতিমন্ত্রীর কাছে দাবি মেনে নেওয়ার কোনো ঘোষণা না পেয়ে বৈঠক শেষ করে চলে যান শিক্ষকরা। পরে বিকালে ইবতেদায়ি শিক্ষক নেতাদের পুনরায় ডাকা হয়। ২৫ সদস্যের শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপস্থিত হয় বৈঠকে। এ সময় বৈঠকে উপস্থিত হন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৈঠকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিব মো. আলমগীর, অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঁইয়া, অশোক কুমার বিশ্বাস ও রওনক মাহমুদ, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. বিল্লাল হোসেনসহ অন্যরাও উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, সভায় নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমরা ইবতেদায়ি শিক্ষকদের দাবির সঙ্গে একমত। এটা নিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে কীভাবে দাবি মেনে নেওয়া যায়- সেটি ভেবে দেখব। আপনারা শিক্ষকদের রাস্তার আন্দোলনে আর কষ্ট দেবেন না। অনশন ভঙ্গ করে আপনারা বাড়ি ফিরে যান।’ মন্ত্রীর এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে মহাসচিব রুহুল আমিন বলেন, ‘আমাদের মাদ্রাসা জাতীয়করণে সুস্পষ্ট ঘোষণা দিন’। শিক্ষামন্ত্রীর কাছে সুস্পষ্ট ঘোষণা না পেয়ে তারা ফিরে আসেন। বিকালে অনশন স্থলে এসে ইবতেদায়ি শিক্ষক সমিতির মহাসচিব মোখলেছুর রহমান ঘোষণা দেন, ‘জাতীয়করণের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরণ অনশন চলবেই’।

অসুস্থ ১৬৫ : গতকাল সন্ধ্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন চৌধুরী জানান, টানা ১৪ দিনের আন্দোলনে ১৬৫ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন শিক্ষক।

সর্বশেষ খবর