শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বান্দরবানে অস্ত্রসহ চারজন আটক

কক্সবাজার প্রতিনিধি

বান্দরবান জেলার লামা থানার ফাসিয়াখালীর বনপুর রাজাপাড়াস্থ দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে ২৫টি দেশীয় বন্দুক, ২ হাজার ৩৭ রাউন্ড গুলিসহ চার পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র, গুলি এবং পাহাড়িদের আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছে লামার ত্রিডেবা গ্রামের উছা মংয়ের ছেলে তুইসা মং, চালাচিং মারমার ছেলে এক্য মারমা, মৃত চিনকং মারমার ছেলে মিফং মারমা ও মশিউলন্টা মারমার ছেলে চাইনুং মারমা।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র‌্যাব দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৪টি এসবিবিএল এবং ১১টি ওয়ানশুটারগান উদ্ধার করেছে। এ ছাড়া আরও ২ হাজার ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক হওয়া চার পাহাড়ির কাছ থেকে এগুলো পাওয়া যায়।

সর্বশেষ খবর