বুধবার, ১৬ মে, ২০১৮ ০০:০০ টা
কোটা সংস্কারের প্রজ্ঞাপন দাবি

ঢাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনে সাড়া নেই

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচিতে সাড়া মেলেনি। গতকাল বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত ২৮ বিভাগের মধ্যে ২৭টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে কিছু বিভাগের শিক্ষার্থী ক্লাস বর্জন করলেও অধিকাংশ বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেননি।

গত রবিবার আন্দোলনকারীরা কোটা বাতিলের প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে বিক্ষোভ  কর্মসূচি এবং অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি দেয়। সোমবার তারা ছয় ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ শেষে একই দাবিতে দেশের সমগ্র কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানায়। গতকাল আন্দোলনকারীদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি থাকলেও তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ ছাড়া সব বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল। সেমিস্টার ফাইনাল, প্রেজেন্টেশন ও মিডটার্ম পরীক্ষা মৌসুম চলায় স্বাভাবিক কারণে বিভিন্ন বিভাগের ক্লাস বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি কিংবা মিছিলও করেনি ক্যাম্পাসে। দুপুরের দিকে ৩০-৪০ জন আন্দোলনকারী বিভিন্ন বিভাগে যেয়ে ক্লাস-পরীক্ষা বর্জন আছে কি না সেটা দেখেন। দুপুরে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন সাংবাদিকদের পরীক্ষা বর্জন কর্মসূচি থেকে সরে আসার কথা জানান। কিন্তু রাত সাড়ে ৭টার দিকে তিনি আবার পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে বলে জানান। তিনি বলেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, গতকাল ২৮ বিভাগের পরীক্ষা ছিল। একটি বিভাগ ব্যতীত সব বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। তিনি সব বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ খবর