শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা

উচ্ছিষ্ট দিয়ে কাবাব হালিম, ফখরুদ্দিনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

বেকারির উচ্ছিষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট দিয়ে কাবাব ও হালিম তৈরি করার অভিযোগে রাজধানীর বেইলি রোডে ফখরুদ্দিন বিরিয়ানিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পৃথক অভিযানে মোট ১৭ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম রাখায় শান্তিনগর কাঁচাবাজারে ৮ মাংস ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় এইচএস বেকারিকে ৭৫ হাজার টাকাসহ মোট সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব ও বিএসটিআই যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে। এদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে মিরপুর, ফার্মগেট ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় কল্যাণপুরের মিঠাই সুইটসকে দেড় লাখ টাকা, ঢাকা মুসলিম সুইটস অ্যান্ড বেকারিকে আড়াই লাখ টাকা, মোহাম্মদপুর হক ব্রেড অ্যান্ড ফুডকে সাড়ে ৩ লাখ টাকা, ফার্মগেটের মোগল সুইটসকে দেড় লাখ টাকা এবং কস্তুরি চাইনিজকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 র‌্যাবের অভিযান বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, উচ্ছিষ্ট দিয়ে কাবাব ও হালিম বানানো ছাড়াও সিটি করপোরেশন নির্ধারিত দামের চেয়ে সব ধরনের মাংসের দাম বেশি রাখার সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া খাদ্যপণ্যে ওজনে কম দেওয়ারও প্রমাণ মিলেছে।

সর্বশেষ খবর