বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপের ফুটবলার ড্যানিয়েল ঢাকায়

খেলবেন বসুন্ধরা কিংসে

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের ফুটবলার ড্যানিয়েল ঢাকায়

মাস তিন আগে রাশিয়ার সবুজ মাঠে আলো ছড়িয়েছেন। কোস্টারিকার হয়ে খেলেছেন বিশ্বকাপ ফুটবল। মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার বিশ্বকাপ তারকা ড্যানিয়েল কলিনড্রেস গতকাল রাতে পা রেখেছেন ঢাকায়। ফুটবল জনপ্রিয় বাংলাদেশে কলিনড্রেস এসেছেন বসুন্ধরা কিংসে খেলতে। বিশ্বকাপে তিনি খেলেছেন সার্বিয়া ও সুইজারল্যান্ডসের বিপক্ষে। ঘরোয়া ফুটবলে নাম লিখেই বাজিমাত করে বসুন্ধরা কিংস। চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নেয় প্রিমিয়ার লিগে। পেশাদার লিগের অভিষেক আসরে দেশি ও বিদেশি ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল গড়েছে বসুন্ধরা কিংস। বিশ্বকাপ শেষেই কোস্টারিকান তারকা ফুটবলারকে প্রস্তাব দেওয়া হয় বসুন্ধরার পক্ষে খেলতে। সেই প্রস্তাবে সাড়া দিয়ে গতকাল পা রাখেন ঢাকায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত বসুন্ধরা কিংসের কর্মকর্তা আহমেদ সাইক জানান, ড্যানিয়েল ঢাকায় এলেও থাকবেন এক সপ্তাহ। এরপর যোগ দিবেন বসুন্ধরা কিংস ক্যাম্পে। ঢাকায় আসার আগে ড্যানিয়েল কোস্টারিকার হয়ে দক্ষিণ কোরিয়া ও জাপানে দুটি প্রীতি ম্যাচ খেলেছেন। ঢাকা লিগে আশির দশকে আবাহনী ও মোহামেডানে বিশ্বকাপ খেলা ফুটবলাররা খেলেছেন। তবে পেশাদার লিগে এই প্রথম খেলছেন বিশ্বকাপ খেলা কোনো ফুটবলার। এর আগে ঢাকায় খেলা বিশ্বকাপ ফুটবলার হচ্ছেন—শামির সাকির, করিম মোহাম্মদ,  নাসের হেজাজি ও এমেকা ইউজেগা।

সর্বশেষ খবর