বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পলাতকরা কে কোথায়

আনিস রহমান

পলাতকরা কে কোথায়

ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় পলাতক ১৮ আসামি কে কোথায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে এই ১৮ জনের মধ্যে বর্তমানে তিনজনের নামে ইন্টারপোলের রেড নোটিস রয়েছে। তারেক রহমান ও বিএনপিদলীয় সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নামে রেড নোটিস আগে থাকলেও পরে তা সরিয়ে নেওয়া হয়। গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। তারা বলেন, পলাতকরা দেশের বাইরে অবস্থান করছেন তা নিশ্চিত। কিন্তু কে কোথায় আছেন, সে বিষয়ে কিছু ধারণা থাকলেও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে নৃশংস গ্রেনেড হামলার ঘটনা ঘটে। তাতে ২৪ জন নিহত ও কয়েক শ মানুষ আহত হন। প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টানা ১৪ বছর আইনি প্রক্রিয়া শেষে গতকাল বিশেষ আদালত এ মামলার রায় ঘোষণা করে। মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ১৮ আসামির মধ্যে তারেক রহমান এক দশক ধরেই যুক্তরাজ্যে রয়েছেন সপরিবারে। সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ঘন ঘন স্থান পরিবর্তন করেন। তিনি কখনো মালয়েশিয়া, কখনো আমেরিকা অথবা লন্ডনে অবস্থান করছেন। কুমিল্লার মুরাদনগরের বিএনপিদলীয় সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মধ্যপ্রাচ্যের কোনো দেশে, তাজউদ্দিন দক্ষিণ আফ্রিকা অথবা পাকিস্তানে, রাতুল রয়েছেন দক্ষিণ অফ্রিকায়, হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ থাইল্যান্ড অথবা মালয়েশিয়ায়, সাবেক সেনা কর্মকর্তা এ টি এম আমিন আহমদ যুক্তরাষ্ট্রে ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দার কানাডায়, ঢাকা মহানগর পুলিশের সাবেক উপ-কমিশনার ওবায়দুর রহমান খান ও পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) খান সাঈদ হাসান পাকিস্তান অথবা মালয়েশিয়ায়, জঙ্গি আনিসুল মুরসালিন ওরফে মুরসালিন ও মহিবুল মুত্তাকিন ভারতের তিহার কারাগারে রয়েছেন বলে কর্মকর্তাদের ধারণা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর