রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্থিতিশীল নির্বাচন আস্থা ফেরাতে পারে

—আবু আহমেদ

স্থিতিশীল নির্বাচন আস্থা ফেরাতে পারে

শেয়ারবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেছেন, রাজনীতির সঙ্গে শেয়ারবাজারের কোনো যোগসূত্র নেই। তবে রাজনৈতিক অস্থিরতার প্রভাব আর্থিক কর্মকাণ্ডে পড়ে। সে হিসাবে শেয়ারবাজারে এর প্রভাব রয়েছে। বাজারের বড় বিনিয়োগকারীদের এখন কেউ বিনিয়োগে নেই। বিশেষ করে বিদেশি বিনিয়োগ এখন বলা চলে প্রায় শূন্য। সবাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি কোন দিকে যায় বা কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হয় কিনা সেটা পর্যবেক্ষণ করছে। নির্বাচন কমিশনের কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যে কোনো অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব পড়বে শেয়ারবাজারে। সবাই আশা করে একটি শান্তিপূর্ণ ভোট হবে। সংঘর্ষ, সংঘাত হবে না।  যদি এমন একটি নির্বাচন উপহার  দিতে পারে বর্তমান কমিশন আমার ধারণা ভোটের পরে ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার। আবু আহমেদ বলেন, একটি ভালো নির্বাচন সবার জন্য ভালো। সেটা রাষ্ট্রের সব খাতের জন্য ইতিবাচক ফল নিয়ে আসবে। শেয়ারবাজারে কয়েক লাখ বিনিয়োগকারী। এর পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানিগুলোর ডিভিডেন্ট দেওয়ার ওপর অনেক কিছু নির্ভর করে। অস্থিরতা তৈরি হলে তারা সেটা দিতে পারবে না। এতে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়বে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বলা যায়, এখন পর্যন্ত যেভাবে রয়েছে আগামীতে এটা ভালো হবে।

সর্বশেষ খবর