শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডিবি কার্যালয়ে ঢোকার পর নিখোঁজের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ডিবি অফিসে গিয়ে নিখোঁজ হওয়া যশোরের বিএনপি নেতা সাইফুর রহমানের খোঁজ মেলেনি। ১০দিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন। যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুর রহমান ২৭ নভেম্বর দুপুরে ঢাকার মিন্টো রোডের ডিবি অফিসে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ। এ নিয়ে তার পরিবার, আত্মীয়স্বজন ও দলের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাদের অভিযোগ, পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে তারা কোনো সদুত্তর পাচ্ছেন না।  নিখোঁজের চাচাতো ভাই মুহিবুল্লাহ জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা পরিচয়ে একজন ফোন করে সাইফুরকে ঢাকায় আসতে বলেন। ২৬ নভেম্বর রাতে তিনি বাসে ঢাকায় যান। ২৭ নভেম্বর বেলা ১১টা পর্যন্ত তার সঙ্গে কথা হয়। এরপর থেকে তার খোঁজ মেলেনি। সাইফুরের পরিবার ও সহকর্মীরা জানান, সাইফুরকে ডিবির কর্মকর্তা পরিচয়ে এক কর্মকর্তা ঢাকায় আসতে চাপ দিলে তিনি তা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহমানসহ অন্য মেম্বারদের অবহিত করেন। চেয়ারম্যান আরেক মেম্বার আব্দুল লতিফ গাজীকে সঙ্গে দিয়ে তাকে ঢাকায় পাঠান।

তারা বলেন, ২৭ নভেম্বর তারা ঢাকায় যান। সাইফুরের সঙ্গে ওই কর্মকর্তা মোবাইলে কথাও বলেন। তাদের বেলা ১২টার দিকে ডিবির ফটকে থাকতে বলা হয়। সে অনুযায়ী তারা ডিবি অফিসের মূল ফটকসংলগ্ন চালাঘরে অপেক্ষা করেন। পরে ভিতর থেকে একজন লোক এসে সাইফুরকে ডেকে নিয়ে যান। বাইরে দাঁড়িয়ে থাকেন সাইফুরের লোকজন। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও সাইফুর আর ফিরে না আসায় তারা ফিরে যান। এর আগে তারা ভিতরে যোগাযোগের চেষ্টা করেন। গেটের সামনে দয়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। কিন্তু তারা বলেন, ভিতরের খবর তাদের জানা নেই। কার কাছে গেছেন দেখা করতে সেটিও তারা জানেন না। এ বিষয়ে ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি) মো. মাহবুব আলম বলেন, সাইফুর রহমান নিখোঁজের ব্যাপারে আমাদের কিছু জানা নেই।

 

সর্বশেষ খবর