শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

শহীদ ভারতীয় সেনা পরিবারকে সম্মাননা দেবে বাংলাদেশ

নয়াদিল্লি প্রতিনিধি

একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে শহীদ হওয়া ভারতীয় সেনা পরিবারকে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সম্মাননা দেওয়া হবে। দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গতকাল এক আলোচনা সভায় বক্তৃতাকালে এই তথ্য দিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। তিনি বলেন, ২০১৭ সালে এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লি আসেন তখন এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ভারতীয় সেনা শহীদদের পরিবারকে সম্মাননা দেওয়া হয়। এবার কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের কলকাতা সদর দফতরে (ফোর্ট উইলিয়াম) এক অনুষ্ঠানে আরও কিছু পরিবারকে সম্মানিত করা হবে। হাইকমিশনার বলেন, বাংলাদেশের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে ভারতীয় সরকার ও জনতার সহযোগিতা এক অটুট মৈত্রী বন্ধনে আবদ্ধ রেখেছে দুই দেশকে। তিনি এও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে উভয় দেশের মধ্যেকার দ্বিপক্ষীয় সম্পর্ক ‘স্ট্র্যাটেজিক সম্পর্কের ঊর্ধ্বে উন্নীত করেছে।’ বাংলাদেশের উন্নতি ভারতের পক্ষেও লাভদায়ক। বাংলাদেশের উন্নয়নে ভারতের ভূমিকা সব সময়েই স্বীকৃত। আলোচনা অনুষ্ঠানটির আয়োজক জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং থিঙ্কট্যাংক ইন্ডিয়া ফাউন্ডেশন। এতে উপস্থিত ছিলেন উপাচার্য এম জগদীশ কুমার এবং ফাউন্ডেশনের অধিকর্তা মেজর জেনারেল ধ্রূব কোটছ। হাইকমিশনার প্রধানমন্ত্রী মোদির উদ্ধৃতি দিয়ে বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে সৃষ্টি করেছেন এবং তাঁর কন্যা সেই বাংলাদেশকে রক্ষা করছেন। তাঁর সময়েই বাংলাদেশে অভূতপূর্ব উন্নতির পথে চলেছে। যা বিশ্বের কাছে এক আদর্শ উদাহরণ।

সর্বশেষ খবর