শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মেয়েরা নিঃসঙ্গতার শিকার বেশি

প্রতিদিন ডেস্ক

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান সংস্থা ‘অফিস অব ন্যাশনাল স্ট্যাটিস্টিকস’-এর এক জরিপে উঠে এসেছে, নিঃসঙ্গতায় ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। ব্রিটেনের প্রতি দশজন তরুণের একজন একাকিত্বে ভোগেন। সূত্র বিবিসি। গবেষণায় বলা হয়েছে, ১০ থেকে ২৪ বছর বয়সীর ১১% প্রায়ই নিঃসঙ্গ বোধ করে এবং ৩৪% মাঝেমধ্যে নিঃসঙ্গ বোধ করে। আর একাকিত্বে ভুগতে থাকা এই তরুণদের মধ্যে ছেলেদের চেয়ে মেয়ের সংখ্যাই বেশি। এতে আরও বলা হয়, কিশোর বা তরুণদের চেয়ে কিশোরী ও তরুণীদের মধ্যে একাকিত্বে ভোগার সম্ভাবনা বেশি। কারণ একাকিত্বকে ‘ব্যর্থতা’ হিসেবে ধরে নেওয়া হবে বলে তরুণরা এটিকে ‘লজ্জাজনক’ বলে মনে করেন। অনেক তরুণই সামাজিক মাধ্যমকে বেছে নিয়েছেন তাদের এই একাকিত্ব লুকানোর একটি পথ হিসেবে এবং তারা ভান করেন যে, তারা নিঃসঙ্গ বোধ করেন না। কী কারণে মানুষের মধ্যে একাকিত্ব বোধ তৈরি হয় তা খুঁজে বের করার চেষ্টা হয় ওই গবেষণায়। গবেষণা অনুযায়ী, একাকিত্বে ভোগার অন্যতম প্রধান কারণ কিশোর ও তরুণ বয়সে বয়ঃসন্ধির বিভিন্ন ঘটনা। প্রাথমিক থেকে মাধ্যমিক স্কুলে ওঠার সময়, মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিকে ওঠা এবং পরে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় নিঃসঙ্গতা বোধ করার সম্ভাবনা বাড়ে। একাকিত্ব কাটিয়ে ওঠার ক্ষেত্রে প্রয়োজন নিজেকে সাহায্য করা। এ বছর একাকিত্ব নিয়ে বিবিসি পরিচালিত এক জরিপে সারা পৃথিবী থেকে ৫৫ হাজারের বেশি মানুষ অংশ নেয় এবং জরিপে অংশ নেওয়া ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণের প্রায় ৪০ শতাংশই ‘প্রায়শই’ বা ‘প্রতিনিয়তই’ নিঃসঙ্গ বোধ করে বলে জানান। জরিপে উঠে আসে, একাকিত্ব দূর করার লক্ষ্যে ‘ডেটিং’কে সবচেয়ে অকার্যকর সমাধান বলে মনে করেন তরুণরা।

সর্বশেষ খবর