চরের মানুষের সবেধন নীলমণি ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাকা ছাড়া মেলে না স্বাস্থ্যসেবা। জরুরি বিভাগে চিকিৎসা নিতেও টাকা লাগে। নইলে তৃণমূল থেকে আসা রোগিরা চিকিৎসাসেবা পায় না এখানকার চিকিৎসকদের। পাশাপাশি আগত রোগিরা প্রাইভেট ক্লিনিকের দালালের কারণেও সরকারি হাসপাতালের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গত ৭ মার্চ সকাল সাড়ে ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন ঘুরে দেখা গেছে, সেবার নামে সরকারি হাসপাতালের চিকিৎসক-কর্মচারীরা টাকার জন্যে কতটুকু নির্দয় হতে পারেন। জরুরি বিভাগ থেকে শুরু করে রোগিদের শয্যা পর্যন্ত প্রাইভেট ক্লিনিকের দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণ লক্ষ্য করা যায়। রোগিদের অভিযোগ তাদের কারণে চিকিৎসক ও নার্সরা সঠিকভাবে চিকিৎসা দিতে পারছে না। চিকিৎসা নিতে আসা রোগি, তাদের পরিবার ও স্বজনরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখানকার জরুরি বিভাগে টাকা ছাড়া চিকিৎসাসেবা মিলে না। চিকিৎসা নিতে হলে ১০০ থেকে শুরু করে রোগির কাছ থেকে কৌশলে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এ জাতীয় অনিয়ম, চিকিৎসক-কর্মচারীদের স্বেচ্ছাচারিতার বিষয়টি যেন দেখার কেউ নেই। জনশ্রুতি রয়েছে ক্লিনিক থেকে ডাক এলে কর্মরত চিকিৎসকরাও ছুটেন হাসপাতাল ছেড়ে। আর দুপুর ১টা বাজলেই চিকিৎসকরা মধ্যাহ্ন ভোজ ও নামাজের বিরতির অজুহাতে হাসপাতাল ছাড়েন। এরপর তারা যার যার চুক্তিবদ্ধ ক্লিনিকে গিয়ে রোগি দেখেন। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শোভন কুমার বশাক বলেন, টাকার বিনিময়ে রোগিদের সেবা দিচ্ছে এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
তৃণমূলে স্বাস্থ্যসেবা
যেখানে টাকা ছাড়া সেবা মেলে না
চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স
এম আবু সিদ্দিক, চরফ্যাশন (ভোলা)
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর