চরের মানুষের সবেধন নীলমণি ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাকা ছাড়া মেলে না স্বাস্থ্যসেবা। জরুরি বিভাগে চিকিৎসা নিতেও টাকা লাগে। নইলে তৃণমূল থেকে আসা রোগিরা চিকিৎসাসেবা পায় না এখানকার চিকিৎসকদের। পাশাপাশি আগত রোগিরা প্রাইভেট ক্লিনিকের দালালের কারণেও সরকারি হাসপাতালের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গত ৭ মার্চ সকাল সাড়ে ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন ঘুরে দেখা গেছে, সেবার নামে সরকারি হাসপাতালের চিকিৎসক-কর্মচারীরা টাকার জন্যে কতটুকু নির্দয় হতে পারেন। জরুরি বিভাগ থেকে শুরু করে রোগিদের শয্যা পর্যন্ত প্রাইভেট ক্লিনিকের দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণ লক্ষ্য করা যায়। রোগিদের অভিযোগ তাদের কারণে চিকিৎসক ও নার্সরা সঠিকভাবে চিকিৎসা দিতে পারছে না। চিকিৎসা নিতে আসা রোগি, তাদের পরিবার ও স্বজনরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখানকার জরুরি বিভাগে টাকা ছাড়া চিকিৎসাসেবা মিলে না। চিকিৎসা নিতে হলে ১০০ থেকে শুরু করে রোগির কাছ থেকে কৌশলে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এ জাতীয় অনিয়ম, চিকিৎসক-কর্মচারীদের স্বেচ্ছাচারিতার বিষয়টি যেন দেখার কেউ নেই। জনশ্রুতি রয়েছে ক্লিনিক থেকে ডাক এলে কর্মরত চিকিৎসকরাও ছুটেন হাসপাতাল ছেড়ে। আর দুপুর ১টা বাজলেই চিকিৎসকরা মধ্যাহ্ন ভোজ ও নামাজের বিরতির অজুহাতে হাসপাতাল ছাড়েন। এরপর তারা যার যার চুক্তিবদ্ধ ক্লিনিকে গিয়ে রোগি দেখেন। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শোভন কুমার বশাক বলেন, টাকার বিনিময়ে রোগিদের সেবা দিচ্ছে এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ভারতে নারীদের ক্যান্সারের প্রকোপ বেশি, মৃত্যুহার বেশি পুরুষের
- ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার
- চাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর চবি, দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ প্রার্থী
- দশ বছর ধরে ছাদে পাখিদের আপ্যায়ন
- ‘ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য’
- মানিকগঞ্জে এবার ৫৫৩ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
- উজানে বৃষ্টিপাত, সিলেটে বাড়ছে নদীর পানি
- চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- প্যারিসে জমকালো আয়োজনে শুরু টেক্সটাইল সোর্সিং মেলা ২০২৫
- খুলনায় চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টা পর উদ্ধার
- কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে
- পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: চসিক মেয়র
- নারায়ণগঞ্জে ৬ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- ইসরায়েল আর কোনো হামলা চালাবে না কাতারে : ট্রাম্প
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
তৃণমূলে স্বাস্থ্যসেবা
যেখানে টাকা ছাড়া সেবা মেলে না
চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স
এম আবু সিদ্দিক, চরফ্যাশন (ভোলা)
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর