চরের মানুষের সবেধন নীলমণি ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাকা ছাড়া মেলে না স্বাস্থ্যসেবা। জরুরি বিভাগে চিকিৎসা নিতেও টাকা লাগে। নইলে তৃণমূল থেকে আসা রোগিরা চিকিৎসাসেবা পায় না এখানকার চিকিৎসকদের। পাশাপাশি আগত রোগিরা প্রাইভেট ক্লিনিকের দালালের কারণেও সরকারি হাসপাতালের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গত ৭ মার্চ সকাল সাড়ে ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন ঘুরে দেখা গেছে, সেবার নামে সরকারি হাসপাতালের চিকিৎসক-কর্মচারীরা টাকার জন্যে কতটুকু নির্দয় হতে পারেন। জরুরি বিভাগ থেকে শুরু করে রোগিদের শয্যা পর্যন্ত প্রাইভেট ক্লিনিকের দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণ লক্ষ্য করা যায়। রোগিদের অভিযোগ তাদের কারণে চিকিৎসক ও নার্সরা সঠিকভাবে চিকিৎসা দিতে পারছে না। চিকিৎসা নিতে আসা রোগি, তাদের পরিবার ও স্বজনরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখানকার জরুরি বিভাগে টাকা ছাড়া চিকিৎসাসেবা মিলে না। চিকিৎসা নিতে হলে ১০০ থেকে শুরু করে রোগির কাছ থেকে কৌশলে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এ জাতীয় অনিয়ম, চিকিৎসক-কর্মচারীদের স্বেচ্ছাচারিতার বিষয়টি যেন দেখার কেউ নেই। জনশ্রুতি রয়েছে ক্লিনিক থেকে ডাক এলে কর্মরত চিকিৎসকরাও ছুটেন হাসপাতাল ছেড়ে। আর দুপুর ১টা বাজলেই চিকিৎসকরা মধ্যাহ্ন ভোজ ও নামাজের বিরতির অজুহাতে হাসপাতাল ছাড়েন। এরপর তারা যার যার চুক্তিবদ্ধ ক্লিনিকে গিয়ে রোগি দেখেন। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শোভন কুমার বশাক বলেন, টাকার বিনিময়ে রোগিদের সেবা দিচ্ছে এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
তৃণমূলে স্বাস্থ্যসেবা
যেখানে টাকা ছাড়া সেবা মেলে না
চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স
এম আবু সিদ্দিক, চরফ্যাশন (ভোলা)
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর