চরের মানুষের সবেধন নীলমণি ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাকা ছাড়া মেলে না স্বাস্থ্যসেবা। জরুরি বিভাগে চিকিৎসা নিতেও টাকা লাগে। নইলে তৃণমূল থেকে আসা রোগিরা চিকিৎসাসেবা পায় না এখানকার চিকিৎসকদের। পাশাপাশি আগত রোগিরা প্রাইভেট ক্লিনিকের দালালের কারণেও সরকারি হাসপাতালের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গত ৭ মার্চ সকাল সাড়ে ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন ঘুরে দেখা গেছে, সেবার নামে সরকারি হাসপাতালের চিকিৎসক-কর্মচারীরা টাকার জন্যে কতটুকু নির্দয় হতে পারেন। জরুরি বিভাগ থেকে শুরু করে রোগিদের শয্যা পর্যন্ত প্রাইভেট ক্লিনিকের দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণ লক্ষ্য করা যায়। রোগিদের অভিযোগ তাদের কারণে চিকিৎসক ও নার্সরা সঠিকভাবে চিকিৎসা দিতে পারছে না। চিকিৎসা নিতে আসা রোগি, তাদের পরিবার ও স্বজনরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখানকার জরুরি বিভাগে টাকা ছাড়া চিকিৎসাসেবা মিলে না। চিকিৎসা নিতে হলে ১০০ থেকে শুরু করে রোগির কাছ থেকে কৌশলে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এ জাতীয় অনিয়ম, চিকিৎসক-কর্মচারীদের স্বেচ্ছাচারিতার বিষয়টি যেন দেখার কেউ নেই। জনশ্রুতি রয়েছে ক্লিনিক থেকে ডাক এলে কর্মরত চিকিৎসকরাও ছুটেন হাসপাতাল ছেড়ে। আর দুপুর ১টা বাজলেই চিকিৎসকরা মধ্যাহ্ন ভোজ ও নামাজের বিরতির অজুহাতে হাসপাতাল ছাড়েন। এরপর তারা যার যার চুক্তিবদ্ধ ক্লিনিকে গিয়ে রোগি দেখেন। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শোভন কুমার বশাক বলেন, টাকার বিনিময়ে রোগিদের সেবা দিচ্ছে এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল