চরের মানুষের সবেধন নীলমণি ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাকা ছাড়া মেলে না স্বাস্থ্যসেবা। জরুরি বিভাগে চিকিৎসা নিতেও টাকা লাগে। নইলে তৃণমূল থেকে আসা রোগিরা চিকিৎসাসেবা পায় না এখানকার চিকিৎসকদের। পাশাপাশি আগত রোগিরা প্রাইভেট ক্লিনিকের দালালের কারণেও সরকারি হাসপাতালের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গত ৭ মার্চ সকাল সাড়ে ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন ঘুরে দেখা গেছে, সেবার নামে সরকারি হাসপাতালের চিকিৎসক-কর্মচারীরা টাকার জন্যে কতটুকু নির্দয় হতে পারেন। জরুরি বিভাগ থেকে শুরু করে রোগিদের শয্যা পর্যন্ত প্রাইভেট ক্লিনিকের দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণ লক্ষ্য করা যায়। রোগিদের অভিযোগ তাদের কারণে চিকিৎসক ও নার্সরা সঠিকভাবে চিকিৎসা দিতে পারছে না। চিকিৎসা নিতে আসা রোগি, তাদের পরিবার ও স্বজনরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখানকার জরুরি বিভাগে টাকা ছাড়া চিকিৎসাসেবা মিলে না। চিকিৎসা নিতে হলে ১০০ থেকে শুরু করে রোগির কাছ থেকে কৌশলে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এ জাতীয় অনিয়ম, চিকিৎসক-কর্মচারীদের স্বেচ্ছাচারিতার বিষয়টি যেন দেখার কেউ নেই। জনশ্রুতি রয়েছে ক্লিনিক থেকে ডাক এলে কর্মরত চিকিৎসকরাও ছুটেন হাসপাতাল ছেড়ে। আর দুপুর ১টা বাজলেই চিকিৎসকরা মধ্যাহ্ন ভোজ ও নামাজের বিরতির অজুহাতে হাসপাতাল ছাড়েন। এরপর তারা যার যার চুক্তিবদ্ধ ক্লিনিকে গিয়ে রোগি দেখেন। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শোভন কুমার বশাক বলেন, টাকার বিনিময়ে রোগিদের সেবা দিচ্ছে এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
                        - কুবি পরিদর্শন করল জাইকা প্রতিনিধি দল
 - আকবরের নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা
 - মাদারীপুর-১ আসনে কামাল মোল্লার মনোনয়ন স্থগিত
 - সাবেক আইনমন্ত্রীর বান্ধবীর আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
 - বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে হবে : মৎস্য উপদেষ্টা
 - পেঁয়াজের কেজি ছাড়ালো ১০০ টাকা
 - জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দুর্নীতি হয়েছে ২১১০ কোটি টাকা : টিআইবি
 - বিসিবিকে রুবেলের খোঁচা
 - জবি ছাত্র জোবায়েদ হত্যা মামলায় বর্ষার জামিন নামঞ্জুর
 - চোটে বিগ ব্যাশ থেকে ছিটকে গেলেন অশ্বিন
 - রংপুরে ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে খুলল নতুন দুয়ার
 - আসিয়ানে ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত বাংলাদেশের
 - জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট নিয়ে নির্দেশনা
 - সারা দেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৬৪১
 - বিএনপির প্রার্থী ঘোষণার পরই বগুড়ায় আনন্দ-উৎসব
 - মিশরে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ‘ইত্তেহাদ’ বার্ষিক অনুষ্ঠান ২০২৫
 - বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে তুরস্কের সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
 - নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজির চালকসহ ছয় জন নিহত
 - স্ত্রীকে ফেরাতে না পেরে প্রেমিককে হত্যা, স্বামী গ্রেফতার
 - যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার
 
তৃণমূলে স্বাস্থ্যসেবা
যেখানে টাকা ছাড়া সেবা মেলে না
চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স
                        
                        
                                                     এম আবু সিদ্দিক, চরফ্যাশন (ভোলা)
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                            টপিক
                    
                        এই বিভাগের আরও খবর