মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

অস্থিরতা কাটেনি ক্যাম্পাসে

অস্থিরতা কাটছেই না বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে ক্যাম্পাসে বিভিন্ন ইস্যুতে চলছে উত্তেজনা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবিতে গতকাল সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো আন্দোলন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন প্রত্যাহার হলেও ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘাতের ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। দাবি উঠেছে কার্যকর ডাকসুর। সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন ভিপি নুরুল হক নুর।

সর্বশেষ খবর