বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

স্ত্রী হত্যার পর আলামত লুকাতে গায়ে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদা এলাকায় শ্বাসরোধে হত্যার পর স্ত্রীর গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ওই স্ত্রীর নাম হাসি বেগম (৩৫) এবং তার স্বামীর নাম কমল হোসেন। গতকাল সকালে দক্ষিণ মুগদা ব্যাংক কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, হাসি বেগমের লাশ  ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। অভিযুক্ত কমলকে গ্রেফতার করা হয়েছে। মুগদা থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদুর রহমান জানান, ৮ মাস আগে ওয়ার্কশপ দোকানের মালিক কমলের সঙ্গে হাসির বিয়ে হয়। তাদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাদের সম্পর্কের অবনতি হতে থাকে। তাদের মধ্যে কলহ ছিল। গতকাল সকালে ঝগড়ার এক পর্যায়ে কমল তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। পরে হত্যাকান্ডের আলামত মুছে ফেলার জন্য স্ত্রীর মৃতদেহে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে হাসি বেগমের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। এ ঘটনায় নিহতের বাবা শেখ আলতাফ বাদী হয়ে মুগদা থানায় একটি হত্যা মামলা করেছেন। কমলকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কমল হত্যার দায় স্বীকার করেছে। নিহত হাসির গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর থানার রুস্তমনগরে। তিনি স্বামী কমলের সঙ্গে দক্ষিণ মুগদার ব্যাংক কলোনিতে থাকতেন।

সর্বশেষ খবর