সপ্তম শ্রেণির ছাত্র সৈকত কুমার পালের শরীরে একের পর এক বেতের আঘাত করে যাচ্ছিলেন তার শিক্ষক। সৈকত সহ্য করতে না পেরে ওই শিক্ষকের হাতে-পায়ে ধরে রক্ষা পেতে চাইছিল। সেই সঙ্গে চিৎকার করছিল বাবাগো-মাগো বলে। কিন্তু তাতে মন গলেনি নিষ্ঠুর শিক্ষক নাজমুল আলমের। একে একে তিনি ৭১টি বেতের আঘাত করেন ছাত্রের শরীরে। পরে গুরুতর আহত সৈকতকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ শহরের চেঞ্জেস স্কুল নামের ইংরেজিমাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে। জানা গেছে, ১৬ এপ্রিল দুপুরে চেঞ্জেস স্কুলের চাঁদমারি ক্যাম্পাসে আইসিটি বিষয়ে হোমওয়ার্ক করে না আনায় সপ্তম শ্রেণির ছাত্র সৈকত কুমার পালকে ৭১টি বেত্রাঘাত করে আহত করা হয়। পরে তাকে শহরের খানপুর সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চেঞ্জেস ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা আলোচনার মাধ্যমে অভিযুক্ত শিক্ষক নাজমুল আলমকে বরখাস্ত করেন। শিক্ষার্থীরা জানায়, এই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও অভিযোগ করা হয়েছিল। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তারা জানায়, ঘটনার দিন ছাত্র সৈকতের ওপর যে অমানবিক নির্যাতন চালানো হয় তা দেখে সহপাঠীরা চোখের জল ধরে রাখতে পারেনি। এ ঘটনার পর নাজমুল আলমের সহশিক্ষকরা তাকে সতর্ক করলেও তিনি উল্টো হুঙ্কার দিয়ে জানান দিয়েছিলেন, ‘তার পেছনে শক্তিশালী লোকেরা আছে। তার কিছু হবে না।’ আহত শিক্ষার্থী সৈকত কুমারের বাবা সুরিথ কুমার পাল বলেন, ‘ওই শিক্ষক হয়তো মানসিক অসুস্থ। কারণ কোনো সুস্থ মানুষ এমন কাজ করতে পারে না। তবে স্কুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। তাই এখন আর অন্য কোনো স্টেপে যাব না।’ স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক জি এম ফারুক বলেন, ‘এ স্কুল যখন প্রতিষ্ঠা করা হয়, তখন থেকেই বাচ্চাদের গায়ে হাত তুলে শাসন করতে শিক্ষকদের নিষেধ করা আছে। এর পরও সাম্প্রতিক ঘটনা অত্যন্ত দুঃখজনক।’
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল