বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
যুদ্ধ পরিস্থিতির অবনতি

লিবিয়ায় নিরাপদ আশ্রয়ে ৩০০ বাংলাদেশি

প্রতিদিন ডেস্ক

লিবিয়ায় যুদ্ধ পরিস্থিতি খারাপের দিকে মোড় নেওয়ায় প্রায় ৩০০ বাংলাদেশিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। রয়টার্স।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘রাজধানী ত্রিপোলি এবং এর আশেপাশে প্রায় পাঁচ  হাজার বাংলাদেশি থাকেন। এর মধ্যে ৩০০ জন যুদ্ধক্ষেত্রের খুব কাছে অবস্থান করছিলেন। এ জন্য আমরা তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছি।’ এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ‘সেখানে আমাদের দূতাবাস একটি হটলাইন সংযোগ স্থাপন করেছে এবং বাংলাদেশিদের সহায়তা দিচ্ছে।’ লিবিয়ার আরেক বড় শহর বেনগাজিতে বাংলাদেশিদের কী অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘সেখানে সবাই নিরাপদে আছেন। কারণ যুদ্ধ হচ্ছে ত্রিপোলি এবং এর আশেপাশের অঞ্চলে।’

উল্লেখ্য, গত ৪ এপ্রিল থেকে খলিফা হাফতার ত্রিপোলি দখল করার জন্য আক্রমণ চালাচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, এতে এখন পর্যন্ত প্রায় ১৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ।

সর্বশেষ খবর