বুধবার, ১২ জুন, ২০১৯ ০০:০০ টা

নরসিংদীতে পুড়িয়ে হত্যায় দুই মাসেও মামলা হলো না

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর হাজিপুরে ১০ম শ্রেণির ছাত্রীকে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার  পৌনে দুই মাসেও থানায় মামলা হয়নি। মামলা না হওয়ায় প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে স্কুলছাত্রীর হত্যাকারীরা। অভিযুক্তদের অব্যাহত হুমকির মুখে আতঙ্কে দিন কাটছে ছাত্রীর পরিবার। অভিযোগ আছে মাদক ব্যবসায় জড়িত না হওয়ায় গত ২১ এপ্রিল রাতে ঘুমন্ত অবস্থায় নরসিংদীর হাজিপুরের স্কুলছাত্রী জান্নাতি আক্তারের (১৬) শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী শিপলুসহ শাশুড়ি ও ননদ। ৪০ দিন যন্ত্রণায় ভুগে চলে যান না ফেরার দেশে। জান্নাতির বাবা শরীফুল ইসলাম জানান, মেয়ের শরীরে আগুন দেওয়ার পরই থানায় মামলা করতে যাই। পুলিশ মামলা নেয়নি। পরে আদালতে মামলা করি। আদালত থেকে পিবিআইকে তদন্তভার দেওয়া হলেও তারা প্রতিবেদন দাখিল করেননি। উল্টো হত্যাকারীরা আমাদের সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। নরসিংদী পুলিশ ব্যুরো-অব-ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার এআরএম আলিব বলেন, ‘সিআর মামলা তদন্ত করতে একটু সময় লাগে। তার ওপর এটি হত্যা মামলা। ঘটনাটিও বড়। তাই স্বচ্ছ ও পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক চিত্র উঠিয়ে আনতেই সময় লাগছে। প্রাথমিক তদন্তে জান্নাতির গায়ে আগুন দেওয়ার সত্যতা পেয়েছি।’

সর্বশেষ খবর