বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় খনা

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় খনা

পুরুষতান্ত্রিক সমাজের নির্মমতায় লীলাবতীর জীবনে নেমে আসে মৃত্যুর খড়গ। ঘুণে ধরা সমাজ একজন নারীকে প্রতি পদে পদেই পিছিয়ে রাখতে চায়, নারীকে অবরুদ্ধ করে রাখতে চায়। শত বছর আগে থেকেই নারীকে পিছিয়ে রাখা হয়েছে- এমন গল্প নিয়েই নাটকের দল বটতলা মঞ্চায়ন করেছে বিয়োগাত্মক নাটক ‘খনা’।

গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল দলটির তৃতীয় প্রযোজনার ৭০তম মঞ্চায়ন। সামিনা লুৎফা নিত্রা রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আলী হায়দার।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ইভান রিয়াজ, তৌফিক হাসান ভূঁইয়া, শারমিন ইতি, মিজানুর রহমান, সুমিত তেওয়ারি রানা, ম. সাঈদ, সামিনা লুৎফা নিত্রা, মোহাম্মদ আলী হায়দার, কাজী  রোকসানা রুমা, পঙ্কজ মজুমদার, হামিদুল ইসলাম হিলোল, হুমায়ূন আজম রেওয়াজ, নাফিউল ইসলাম, হাফিজা আক্তার ঝুমা, শেউতি শাগুফতা প্রমুখ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর