Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১২ জুলাই, ২০১৯ ০০:১৪

বসুন্ধরায় এইচএইচ এক্সপো

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় এইচএইচ এক্সপো

নিজের ঘরকে দৃষ্টিনন্দন করে সাজাতে কে না চায়! আর সাজানোর পাশাপাশি ঘরের নিরাপত্তায়ও ব্যবহৃত হচ্ছে বিভিন্ন যন্ত্র। ঘরের সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তায় ব্যবহৃত পণ্য এবং যন্ত্র নিয়ে এবার ঢাকায় শুরু হয়েছে হোম অ্যাপ্লায়েন্স অ্যান্ড হাউসহোল্ড প্রোডাক্টস-এইচএইচ এক্সপো-১৯। স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক এই প্রদর্শনী। এখানে দেশ-বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের ইলেকট্রিক হোম অ্যাপ্লায়েন্স, মডার্ন কিচেন টেকনোলজি, হোম ডেকোরেটিভ পণ্য, ফার্নিচার, পেইন্ট, কোট, গ্লাস-গ্ল্যাজিং ও প্লাস্টিক হাউসহোল্ডসহ বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে। আয়োজক কর্তৃপক্ষ জানান, বাংলাদেশ ছাড়াও প্রদর্শনীতে ভারত, চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের ১০০টিরও অধিক স্টলে ঘর সাজানো ও ঘরের নিরাপত্তাসামগ্রী বিক্রি এবং প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীরপ্রতীক, বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মতিউর রহমান দেওয়ান প্রমুখ। বৃষ্টি উপেক্ষা করেও প্রদর্শনীতে আসেন অনেক আগ্রহী ক্রেতা ও ব্যবসায়ী। সরেজমিন প্রদর্শনীস্থল ঘুরে দেখা যায়, ঘর সাজানোর বিভিন্ন উপকরণ যেমন-ডেকোরেটিভ আয়না, প্লাস্টিকের ফুল, শারীরিক কসরতের যন্ত্র, সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, রান্নার বিভিন্ন বাসন ও বৈদ্যুতিক সুইচ ইত্যাদি প্রদর্শিত হচ্ছে। দেশীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে মিনিস্টারের স্টলে এলইডি টিভি ও ফ্রিজ প্রদর্শিত হচ্ছে। মায়া হোম ডেকোরের স্টলে শৌখিন ফার্নিচার ও ঘর সাজানোর শো-পিস প্রদর্শিত হচ্ছে। ইলেকট্রনিক পণ্যসামগ্রীর মধ্যে হায়ারের স্টলে ঘরের কাজে ব্যবহৃত বিভিন্ন পণ্য ছাড়াও ফেরা কে এনড্রয়েড ও স্মার্ট টিভি রাখা হয়েছে। এ ছাড়া ভিগো ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্সের স্টলে বিভিন্ন ধরনের ব্লেন্ডার, ওয়াটার পিউরিফায়ার, ইলেকট্রিক কেটলি, সাউন্ড সিস্টেম ইত্যাদি প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনীতে আসা নারী ক্রেতাদের অনেককেই ক্রোকারিজের স্টলগুলোতে ভিড় করতে দেখা যায়। ক্রোকারিজের স্টলগুলোতে ফ্রাই পেন, অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল, প্রেসার কুকার ইত্যাদি পণ্য সাজিয়ে রাখতে দেখা যায়। ভাটারা থেকে গৃহিণী শরীফা সুমি তার স্বামীকে নিয়ে প্রদর্শনীতে এসেছিলেন। বাংলাদেশ প্রতিদিনকে সুমি বলেন, এখানে এক ছাদের নিচে ঘরের প্রয়োজনীয় দেশি-বিদেশি বিভিন্ন পণ্যসামগ্রী পাওয়া যাচ্ছে। বেশ কিছু পণ্য ভালো লেগেছে। ভাবছি বোনকে নিয়ে প্রদর্শনীর অবশিষ্ট দুই দিনও আসব। এ ছাড়া প্রদর্শনীতে ডিজাইনটেক সিকিউরিটি সলিউশনসের স্টলে ঘরের নিরাপত্তায় ব্যবহৃত সিসি টিভি-ক্যামেরা প্রদর্শিত হচ্ছে। প্রতিষ্ঠানটির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. সাইফুল্লাহ সোহান বলেন, বৃষ্টির জন্য প্রথম দিনে ক্রেতা সমাগত আশানুরূপ হয়নি। তবে তিনি আশা করছেন আজ দ্বিতীয় দিনে প্রদর্শনীতে আগ্রহীদের সমাগম আরও বাড়বে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর