শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা
সংসদে তথ্য

১০ বছরে সীমান্তে ২৯৪ হত্যাকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের বিষয়ে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকার এ ব্যাপারে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সীমান্ত হত্যাকে শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে বিএসএফও একমত পোষণ করে আসছে। এ সময় তিনি ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার বছরভিত্তিক একটি পরিসংখ্যান তুলে ধরেন। পরিসংখ্যান অনুযায়ী গত ১০ বছরে সীমান্তে ২৯৪ জন বাংলাদেশি নাগরিক হত্যাকান্ডের শিকার হয়েছেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের গতকালের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে বিএনপির মো. হারুনুর রশীদের (চাঁপাইনবাবগঞ্জ-৩) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর