মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আজ বাইশে শ্রাবণ

মোস্তফা মতিহার

আজ বাইশে শ্রাবণ

আজ বাইশে শ্রাবণ। বাংলা সাহিত্য-সংস্কৃতির একমাত্র বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবস।

১৯৪১ সালের ৬ আগস্ট বাংলা ১৩৪৮ সনের ২২ শ্রাবণ নিজের পৈতৃক নিবাস কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শ্রাবণের এই দিনে ইহলোকের মায়া ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পে, উপন্যাসে, কবিতায়, প্রবন্ধে, নতুন সুরে ও বিচিত্র গানের বাণীতে, অসাধারণ সব দার্শনিক চিন্তাসমৃদ্ধ প্রবন্ধে, সমাজ ও রাষ্ট্রনীতিসংলগ্ন গভীর জীবনবাদী চিন্তাজাগানিয়া অজস্র রচনা এমনকি চিত্রকলায়ও রবীন্দ্রনাথ চিরনবীন। তিনি ছিলেন একাধারে কবি, নাট্যকার, কথাশিল্পী, চিত্রশিল্গী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, ছোটগল্পকার ও ভাষাবিদ। জীবনের শেষ পর্যায়ে তিনি চিত্রকর হিসেবেও খ্যাতি অর্জন করেন। তার কাছ থেকেই আমাদের জাতীয় সংগীত ও ‘বাংলাদেশ’ নামের বানানটি নেওয়া হয়েছে। ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য প্রথম এশীয় হিসেবে ১৯১৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। বাংলা ১২৬৮ সনের ২৫ বৈশাখ ইংরেজি ১৮৬১ সালের ৮ মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আলোচনা, কবিতাপাঠ ও সাংস্কৃতিকসহ নানা বর্ণাঢ্য আয়োজনে কবির ৭৯তম প্রয়াণ দিবস পালন করবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। এ উপলক্ষে বিটিভিসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল ও বেতারেও সম্প্রচার করা হবে নানা অনুষ্ঠান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর