যৌতুক আইনের এক মামলার সাজাপ্রাপ্ত আসামি জামসু মিয়ার বদলে আরেক জামসু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সাজা পরোয়ানা যাচাই-বাছাই না করেই শুধু নামের মিল থাকায় জামসুকে গ্রেফতার করা হয়েছে বলে গতকাল তার আইনজীবী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, গ্রেফতারকৃত আসামিকে জামিনে মুক্তি দিয়ে প্রকৃত আসমিকে গ্রেফতার করার আদেশ দেওয়া হোক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মাদ মিল্লাত হোসেন ঘটনার বিষয়ে তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, শুধু নামের সঙ্গে মিল থাকায় গ্রেফতার হয়ে গত ৮ আগস্ট থেকে কারাগারে আছেন কিশোরগঞ্জ জেলার ইটনা থানার উদিয়ারপাড়ার (স্কুলপাড়া) সিরাজুল হকের ছেলে জামসু মিয়া। এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে করা যৌতুক আইনের এক মামলায় গত ৫ ফেব্রুয়ারি আসামির অনুপস্থিতিতে এক বছর তিন মাসের কারাদ এবং ১০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন বিচারক। পরে কিশোরগঞ্জের ইটনা থানার ইটনা গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে মো. জামসু মিয়া (সাগর)-এর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ জামানের নির্দেশে এসআই শামছুল হাবিব আসামিকে গত ৭ আগস্ট গ্রেফতার করে। পরদিন কিশোরগঞ্জের বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়। পরে নিয়মানুযায়ী ঢাকার আদালতে আবেদন করা হয়। গতকাল ঢাকার আদালতে শুনানির সময় সাজাপ্রাপ্ত প্রকৃত জামসু মিয়া সাগরের আইনজীবী এস এম গোলাম ছোবহান উপস্থিত ছিলেন। এ সময় তিনি আদালতকে বলেন, ‘আমার মামলার আসামিকে আমি ভালো করে চিনি। যে আসামিকে পুলিশ ধরে এনেছে সে ওই আসামি নয়।’
শিরোনাম
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
সাজাপ্রাপ্ত ভুল আসামি কারাগারে
আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর