যৌতুক আইনের এক মামলার সাজাপ্রাপ্ত আসামি জামসু মিয়ার বদলে আরেক জামসু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সাজা পরোয়ানা যাচাই-বাছাই না করেই শুধু নামের মিল থাকায় জামসুকে গ্রেফতার করা হয়েছে বলে গতকাল তার আইনজীবী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, গ্রেফতারকৃত আসামিকে জামিনে মুক্তি দিয়ে প্রকৃত আসমিকে গ্রেফতার করার আদেশ দেওয়া হোক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মাদ মিল্লাত হোসেন ঘটনার বিষয়ে তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, শুধু নামের সঙ্গে মিল থাকায় গ্রেফতার হয়ে গত ৮ আগস্ট থেকে কারাগারে আছেন কিশোরগঞ্জ জেলার ইটনা থানার উদিয়ারপাড়ার (স্কুলপাড়া) সিরাজুল হকের ছেলে জামসু মিয়া। এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে করা যৌতুক আইনের এক মামলায় গত ৫ ফেব্রুয়ারি আসামির অনুপস্থিতিতে এক বছর তিন মাসের কারাদ এবং ১০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন বিচারক। পরে কিশোরগঞ্জের ইটনা থানার ইটনা গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে মো. জামসু মিয়া (সাগর)-এর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ জামানের নির্দেশে এসআই শামছুল হাবিব আসামিকে গত ৭ আগস্ট গ্রেফতার করে। পরদিন কিশোরগঞ্জের বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়। পরে নিয়মানুযায়ী ঢাকার আদালতে আবেদন করা হয়। গতকাল ঢাকার আদালতে শুনানির সময় সাজাপ্রাপ্ত প্রকৃত জামসু মিয়া সাগরের আইনজীবী এস এম গোলাম ছোবহান উপস্থিত ছিলেন। এ সময় তিনি আদালতকে বলেন, ‘আমার মামলার আসামিকে আমি ভালো করে চিনি। যে আসামিকে পুলিশ ধরে এনেছে সে ওই আসামি নয়।’
শিরোনাম
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
সাজাপ্রাপ্ত ভুল আসামি কারাগারে
আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর