বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সম্রাটের শারীরিক অবস্থা স্থিতিশীল

রিমান্ড শুনানি ১৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের শারীরিক অবস্থা স্থিতিশীল। ভর্তির পর থেকে এ পর্যন্ত যতগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে সবগুলো রিপোর্টই ভালো এসেছে। তবে মঙ্গলবার রাতে তার হৃদস্পন্দন অনিয়মিত  ছিল। তাই তাকে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তার কোনো ঝুঁকি নেই এবং তাকে বিদেশে নেওয়ারও প্রয়োজন নেই। গতকাল দুপুরে এসব তথ্য জানিয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. মহসিন আহমেদ। এদিকে রমনা থানার মাদক ও অস্ত্র আইনের মামলায় সম্রাটকে আদালতে হাজির না করায় রিমান্ড শুনানি পিছিয়েছে। সম্রাট অসুস্থতার কারণে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি থাকায় আগামী ১৫ অক্টোবর নতুন দিন ধার্য করেছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী নিয়মানুযায়ী আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য নতুন এ দিন ধার্য করেন। ফলে মাদক ও অস্ত্র মামলায় সম্রাটকে গ্রেফতার  দেখানোসহ ২০ দিনের যে রিমান্ড আবেদন পুলিশ করেছিল সে বিষয়ে শুনানি হয়নি। এর আগে গত বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী প্রতিবেদন দিয়ে আদালতকে জানান, সম্রাট অসুস্থতার কারণে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি। এ কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। সম্রাটের সহযোগী বহিষ্কৃত ঢাকা মহানগর যুবলীগের নেতা এনামুল হক আরমানেরও মাদক মামলায় গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড শুনানির জন্য ওই একই দিন ঠিক করা হয়েছে।

সর্বশেষ খবর