মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

কবুতর খেয়ে ফেলায় বিড়ালের ফাঁসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কবুতর খেয়ে ফেলার অপরাধে (!) বিড়ালকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আর বিড়ালকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার সেই ভিডিও আপলোড করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জের এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার রাতে এএলবি অ্যানিম্যাল শেল্টার বাংলাদেশের হেড অব অপারেশন কর্মকর্তা ফারজানা জামান বাদী হয়ে ওই অভিযোগটি দায়ের করেন।

জানা গেছে, মদনগঞ্জ এলাকার বাসিন্দা  আনোয়ার  হোসেনের ছেলে রাব্বি হোসেন কবুতর পালন করে। গত ১৩ ও ২৩ অক্টোবর রাতে তার বেশ কয়েকটি কবুতর খেয়ে ফেলে একটি বিড়াল। এতে ক্ষুব্ধ হয়ে রাব্বি বিড়ালটিকে ধরে রশিতে ঝুলিয়ে ফাঁসি দিয়ে হত্যা করে। পরে হত্যার ছবি ও ভিডিও ফেসবুকে আপলোড করেন রাব্বি। এ ভিডিওটি ভাইরাল হয়। বিষয়টি নজরে আসে এএলবি অ্যানিম্যাল শেল্টার বাংলাদেশের হেড অব অপারেশন কর্মকর্তা ফারজানা জামানের। এ ঘটনায় রবিবার ফারজানা জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বন্দর থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন।

অভিযুক্ত করা হয়েছে রাব্বি হাসানকে। এ বিষয়ে ফারজানা জামান বলেন, ‘আমরা সারা দেশে প্রাণী কল্যাণের বিষয় নিয়ে কাজ করি। প্রাণীরা অবুঝ, তাদের প্রতি ভালোবাসা দেখাতে হবে। বিড়াল কবুতর  খেয়ে ফেলেছে, এটা বিড়ালের অপরাধ নয়। এটা বিড়ালের সৃষ্টিগত স্বভাব। কিন্তু আমরা যদি বিড়াল বা অন্য কোনো প্রাণী হত্যা করি, তা শাস্তিযোগ্য অপরাধ।’

অভিযোগের বিষয়ে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘রবিবার এএলবি অ্যানিম্যাল শেল্টার বাংলাদেশের হেড অব অপারেশন কর্মকর্তা ফারজানা জামান বাদী হয়ে ওই ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন। প্রাণী কল্যাণ আইন-২০১৯ ধারার ৭-এর ২ নম্বর উপ-ধারায় অভিযোগটি দায়ের করেন তিনি। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ খবর