শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতার সমাধান কী

ইউজিসির নেতৃত্বে তদন্ত করতে হবে : এ কে আজাদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

ইউজিসির নেতৃত্বে তদন্ত করতে হবে : এ কে আজাদ চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, দীর্ঘদিন ধরে দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে। উপাচার্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নেতৃত্বে কমিটি করা যেতে পারে। শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিতে এটি কার্যকর উদ্যোগ হতে পারে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, ইউজিসির নেতৃত্বে কমিটি করে দুই পক্ষের আস্থাভাজন প্রতিনিধিকে এতে রাখা যেতে পারে। এভাবে অচলাবস্থা চলতে থাকলে সমাধান মিলবে না। তাই তদন্তের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিলে কোনো পক্ষের সমস্যা থাকবে না। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এটি সমাধানের একটি পথ হতে পারে।

 

সর্বশেষ খবর