Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৮ নভেম্বর, ২০১৯ ২৩:২৯

সেই জামায়াত নেতার অনুদান বাতিলের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সেই জামায়াত নেতার অনুদান বাতিলের উদ্যোগ

দুস্থ সাংবাদিক হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদান নেওয়া জামায়াত সমর্থক সাদাত উল্লাহর ২ লাখ টাকার চেক বাতিলের উদ্যোগ নিয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। জামায়াত নেতার অনুদান নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়। এরপর ওই অনুদানের চেক বাতিলের উদ্যোগ নেওয়া হয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ বলেন, ‘সাদাত উল্লাহর অনুকূলে বরাদ্দ ফান্ড বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। একজন চিহ্নিত ব্যক্তি কীভাবে অনুদানের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাও দেখা হবে।’ গত বৃহস্পতিবার দৈনিক ইনকিলাবের সাংবাদিক জামায়াত সমর্থক সাদাত উল্লাহ অসুস্থ ও অসচ্ছল সাংবাদিক হিসেবে ২ লাখ টাকার অনুদান চেক নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।


আপনার মন্তব্য